মাধবপুর প্রতিনিধি

১১ জুন, ২০১৮ ২২:২০

মাধবপুরে ডাকাতের আক্রমণে পুলিশ সদস্য আহত, আটক ২

হবিগঞ্জের মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশ ধাওয়া করলে ডাকাত দলের আক্রমণে কাওসার আহম্মেদ নামে পুলিশের এক এএসআই আহত হয়েছেন। এসময় ডাকাত দলের দুই সদস্যকে আটক করে পুলিশ।

রোববার (১০ জুন) গভীররাতে উপজেলার ছাতিয়াইন-পিয়াইম মহাসড়কে এ ঘটনা ঘটে। আটককৃতরা হলেন উপজেলার পিয়াইম গ্রামের আলামিন (৩০) ও জুয়েল (২৮)।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবর্তী ধটোনার সত্যতা নিশ্চিত করে জানান,  গত রোববার রাতে সংঘবদ্ধ একটি ডাকাত দল ছাতিয়াইন-পিয়াইম মহাসড়কের ডাকাতির প্রস্তুতি নেয়। খবর পেয়ে ডাকাত দলটিকে ধাওয়া করলে ডাকাতদের অস্ত্রের আঘাতে আহত হন ছাতিয়াইন তদন্ত কেন্দ্রের এএসআই কাওসার আহম্মেদ। তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

ওসি আরো জানান, পুলিশ এসময় আলামিন ও জুয়েল নামে ২ ডাকাতকে আটক করে। পুলিশ আত্মরক্ষার্থে শর্টগানের ২ রাউন্ড গুলি ছুড়েছে। এ ঘটনায় মাধবপুর থানায় একটি ডাকাতির প্রস্তুতির মামলা হয়েছে বলেও জানান তিনি।

আপনার মন্তব্য

আলোচিত