নিজস্ব প্রতিবেদক

২০ জুন, ২০১৮ ১৩:৪৮

বিএনপির মনোনয়নপত্র নিলেন আরিফ-নাসিম-সেলিম

আসন্ন সিলেট সিটি করপোরেশন (সিসিক) নির্বাচনে মেয়র পদে বিএনপির মনোনয়নপত্র বিতরণ আজ শুরু হয়েছে। মনোনয়নপত্র বিতরণের প্রথম দিনেই সিলেট সিটি করপোরেশনের বর্তমান মেয়র আরিফুল হক চৌধুরী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

একই দিন সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসেন ও সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিমের পক্ষে মনোনয়নপত্র তাদের সমর্থকরা সংগ্রহ করেন বলে নিশ্চিত করেন তাঁরা।

বুধবার (২০ জুন) সকাল ১০টায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে তারা মনোনয়নপত্র সংগ্রহ করেন। এসময় সিলেটের বর্তমান মেয়র আরিফুল হক চৌধুরীর হাতে মনোনয়ন ফরম তুলে দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

মনোনয়নপত্র সংগ্রহের পর সিসিক মেয়র বলেন, আমরা বলেছি- সিলেটবাসী ধানের শীষে ভোট দেয়ার জন্য উন্মুখ হয়ে আছে। আমরাও প্রস্তুত আছি। নগরবাসীর উন্নয়নে জেলে থাকার পরও আমি তাদের প্রত্যাশা অনেকাংশে পূরণ করতে পেরেছি। আশা করছি আগামীতে সিলেটনগরীকে আধুনিক নগরীতে পরিণত করব।

আরিফুল হক চৌধুরী আরো বলেন, মানুষের রায় নিয়ে গত নির্বাচনে বিজয়ী হওয়ার পর ষড়যন্ত্রমূলক মামলায় দুই বছরের বেশি সময় কারাগারে ছিলাম। বাকি সময়ে প্রতিশ্রুত উন্নয়নকাজ শেষ করার চেষ্টা করেছি। পাশাপাশি দলীয় কাজেও সময় দিয়েছি। দল নিশ্চয়ই এসব বিবেচনা করে মনোনয়ন দেবে।

প্রসঙ্গত, সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়রপদে বিএনপির দলীয় মনোনয়ন ফরমের মূল্য ১০ হাজার টাকা। আগামীকাল বৃহস্পতিবার ২৫ হাজার টাকা জামানতসহ মনোনয়ন প্রত্যাশীদের ফরম জমা দিতে হবে।

আপনার মন্তব্য

আলোচিত