সিলেটটুডে ডেস্ক

২১ জুন, ২০১৮ ২১:০৭

অর্থমন্ত্রীর বাসায় কামরান

দুরত্ব ঘোচাতে সিটি নির্বাচনের ঠিক পূর্বে ঢাকায় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের বাসায় ছুটে গেছেন  সিলেট সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের সম্ভাব্য প্রার্থী বদরউদ্দিন আহমদ কামরান।

বৃহস্পতিবার দুপুরে কামরান দলীয় কার্যালয়ে মনোনয়নপত্র মনোনয়নপত্র জমা দেওয়ার পূর্বে অর্থমন্ত্রীর বাসায় যান। এ সময় তিনি অর্থমন্ত্রীর সমর্থন প্রত্যাশা করেন।

দোয়া নিতেই অর্থমন্ত্রীর বাসায় যান বলে জানিয়েছেন কামরান।

কামরানের সঙ্গে এ সময় মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি সিরাজ বক্স,  মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, যুগ্ম সম্পাদক বিজিত চৌধুরী, ফয়জুল আনোয়ার আলাওর, তথ্য ও গবেষণা সম্পাদক তপন মিত্র, শ্রম বিষয়ক সম্পাদক জুবের খান, আজহার উদ্দিন জাহাঙ্গীর, প্রিন্স ছদরুজ্জামান, দিবাকর ধর রাম, বেলাল খান, জাবেদ সিরাজ, মহানগর আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক আজহার উদ্দিন জাহাঙ্গীর, মহানগর আওয়ামী লীগের নেতা জুবের খান সহ সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

দলীয় নেতা কর্মীরা জানিয়েছেন- বদরউদ্দিন আহমদ কামরান অর্থমন্ত্রীর বাসায় উপস্থিত হয়ে তিনি দলের মনোনয়ন পেতে ফরম জমা দেওয়ার ব্যাপারে অর্থমন্ত্রীকে অবগত করেন। এ সময় অর্থমন্ত্রীও তাকে সাবির্ক সহযোগিতা প্রদানের আশ্বাস দেন।

উল্লেখ্য, গত সিটি নির্বাচন থেকে অর্থমন্ত্রীর সাথে কামরানের দুরত্ব সৃষ্টি হয়। এসময় বিএনপি দলীয় মেয়র আরিফুল হক চৌধুরী অর্থমন্ত্রীর ঘনিষ্ট হয়ে উঠেন বলে গুঞ্জণ রয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত