গোলাপগঞ্জ প্রতিনিধি

১৭ জুলাই, ২০১৮ ১৭:৫৭

অবৈধভাবে বালু উত্তোলন বন্ধের দাবিতে সিলেট-জকিগঞ্জ সড়ক অবরোধ

সিলেটের গোলাপগঞ্জে সুরমা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধের দাবিতে সিলেট-জকিগঞ্জ সড়ক অবরোধ করেছেন এলাকাবাসী।

মঙ্গলবার (১৭ জুলাই) বিকাল ৪টা থেকে উপজেলার চৌঘরীতে এ সড়ক অবরোধ করা হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত অবরোধ চলছিল।

সড়ক অবরোধের ফলে রাস্তার উভয় পাশে শত শত গাড়ি আটকা পড়েছে। এতে হাজার হাজার সাধারণ যাত্রী দু্র্ভোগে পড়েছেন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে নদীর দুই পাড়ে অবস্থিত বালু উত্তোলনকারী ও এলাকাবাসীর মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইট-পাটকেল ছোঁড়ার ঘটনা ঘটে। এ সময় বালু উত্তোলনকারীরা ফাঁকা গুলি ছুঁড়ে বলেও জানা যায়। সংঘাত এড়াতে সিলেট-জকিগঞ্জ সড়কে পুলিশ মোতায়েন করা হয়েছে।

এ ঘটনার প্রতিবাদে অবৈধভাবে বালু উত্তোলনকারীদের গ্রেপ্তার ও বালু উত্তোলন বন্ধের দাবিতে বিকাল ৪টা থেকে সিলেট-জকিগঞ্জ সড়ক অবরোধ করেন তাঁরা।

গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম ফজলুল হক শিবলী জানান, পরিস্থিতি এখন শান্ত রয়েছে। অবরোধ তুলতে চেষ্টা অব্যাহত রয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত