নিজস্ব প্রতিবেদক

১৭ জুলাই, ২০১৮ ১৮:৩১

আচরণবিধি লঙ্ঘনের দায়ে কাউন্সিলর প্রার্থী শামীমকে জরিমানা

আসন্ন সিলেট সিটি করপোরেশনে ৬নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী ফরহাদ চৌধুরী শামীমকে আচরণবিধি লক্ষণের দায়ে ৫হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (১৭ জুলাই) বিকেলে নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা মিতা এই জরিমানা আদায় করেন।

এ বিষয়ে ফরহাদ চৌধুরী শামীম সিলেটটুডে টোয়েন্টিফোরকে বলেন, নির্বাচনী কার্যালয়ে সিসিটিভি ক্যামেরা স্থাপনের কারণে ৫হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় এই জরিমানার টাকা আমার সমর্থক জনগণরাই পরিশোধ করে দেন।

নির্বাচনকে সামনে রেখে তফসিল ঘোষণার পর থেকেই সিলেট সিটি করপোরেশন এলাকায় জেলা প্রশাসনের ৯জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হচ্ছে। তবে আজকেই প্রথম কোন প্রার্থীকে আচরণবিধি লঙ্ঘনের দায়ে জরিমানা করা হলো।

নগরীর ২৭টি ওয়ার্ডকে ৯টি ভাগে ভাগ করে এই ভ্রাম্যমাণ আদালত কাজ করে যাচ্ছে।

এদিকে এ ঘটনার খবর সংগ্রহ করতে গেলে কাউন্সিলর ফরহাদ চৌধুরী শামীমের ভাই আহাদ চৌধুরী বাবু যমুনা টেলিভিশনের স্টাফ করেসপনডেন্ট মাইদুল ইসলাম রাসেলের সাথে অসদাচরন করেন। তিনি রাসেলকে দেখে নেয়ার হুমকি দেন বলে অভিযোগ করেছেন মাইদুল ইসলাম রাসেল।

 

 

আপনার মন্তব্য

আলোচিত