নবীগঞ্জ প্রতিনিধি

১৭ জুলাই, ২০১৮ ২০:২১

ছাত্রী উত্ত্যক্তের প্রতিবাদ করায় কলেজ অধ্যক্ষকে ছুরিকাঘাত

হবিগঞ্জের নবীগঞ্জে কলেজ ছাত্রী উত্ত্যক্তের প্রতিবাদ করায় এক কলেজ অধ্যক্ষকে ছুরিকাঘাত ও হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নবীগঞ্জ ডিগ্রি কলেজের অধ্যক্ষ গোলাম হোসেন আজাদসহ ৩ জন গুরুতর আহত হয়েছেন।

মঙ্গলবার (১৭ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে নবীগঞ্জ ডিগ্রি কলেজে এ ঘটনা ঘটে।

আহতদের মধ্যে দু’জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অপর আহত স্কুলছাত্রীকে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

ঘটনার পরপরই হামলাকারী দিপন আহমেদ মুন্না পালিয়ে যেতে সক্ষম হলেও তার সহযোগী হুমায়ুন কবিরকে আটক করে পুলিশে সোপর্দ করেছে শিক্ষার্থীরা।

হামলাকারী দিপন নবীগঞ্জ পৌর এলাকার মদনপুর গ্রামের নূরুজ্জামান ফারুকীর ছেলে। আটককৃত হুমায়ুন একই গ্রামের জলফু মিয়ার ছেলে।

কলেজ শিক্ষার্থীরা জানান, নবীগঞ্জ ডিগ্রি কলেজের এক ছাত্রীকে প্রায়ই উত্ত্যক্ত করতো বহিরাগত বখাটে দিপন আহমেদ মুন্না। এ নিয়ে ওই ছাত্রী অধ্যক্ষ গোলাম হোসেন আজাদের কাছে অভিযোগ দেন। আজ মুন্নাকে কলেজে ডেকে এনে সতর্ক করেন অধ্যক্ষ গোলাম হোসেন আজাদ। এ সময় অধ্যক্ষ আজাদের সঙ্গে তর্ক শুরু করে মুন্না।

একপর্যায়ে অধ্যক্ষে ছুরিকাঘাত করে মুন্না। এসময় অধ্যক্ষকে বাঁচাতে কলেজের দপ্তরি ফয়জুর রহমান এগিয়ে গেলে তিনিও ছুরিকাঘাতের শিকার হন। এছাড়া আরো এক ব্যক্তি এবং ওই কলেজ ছাত্রীও আহত হন।

এ ঘটনার পর হামলার প্রতিবাদে ওই কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা শহরে বিক্ষোভ মিছিল করেন। পরে প্রশাসনকে ২৪ ঘণ্টার মধ্যে মুন্নাসহ বাকি বখাটেদের আটকের আল্টিমেটাম দেন তারা।

নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বলেন, ‘পুলিশ ঘটনার খবর পেয়ে একজনকে আটক করেছে। ঘটনার মূলহোতা মুন্নাকে আটকের চেষ্টা করা হচ্ছে।’

আপনার মন্তব্য

আলোচিত