ছাতক প্রতিনিধি

১৯ আগস্ট, ২০১৮ ২৩:৫৭

‘গণতন্ত্র পুনরুদ্ধারে আওয়ামী সরকারের পতন ছাড়া বিকল্প নেই’

বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য, ছাতক উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী বলেছেন, অবৈধ আওয়ামী সরকার দেশের জনগণের কাছে সব ধরনের গ্রহণ যোগ্যতা হারিয়ে এখন দিশেহারা হয়ে পড়েছে। দেশের গণতন্ত্র হরণকারী বর্তমান সরকার আবারো বিনা ভোটে ক্ষমতায় যাওয়ার নীল নকশা করছে। দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে আওয়ামী সরকারের পতন ছাড়া কোন বিকল্প নেই।

তিনি বলেন, পুলিশের সাথে যুবলীগ-ছাত্রলীগ এখন রাজপথে পুলিশ লীগ হয়ে ছাত্র-জনতার উপর অত্যাচার-নির্যাতন চালিয়ে যাচ্ছে। বাকশালী দুঃশাসন থেকে মুক্তি পেতে পরিবর্তনের বিকল্প নেই। আগামী জাতীয় নির্বাচনে ভোট বিপ্লবের মাধ্যমে জালিম সরকারের বিদায় নিশ্চিত করতে হবে। ধানের শীষের পক্ষে নির্বাচনী প্রস্তুতি নেয়ার জন্য স্বেচ্ছাসেবকদলের সকল নেতা কর্মীদের মাঠে কাজ করার আহবান জানান তিনি।

রোববার (১৯ আগস্ট) বিকেলে গোবিন্দগঞ্জের তানজিনা কমিউনিটি সেন্টারে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবীতে ও স্বেচ্ছাসেবকদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপজেলা স্বেচ্ছাসেবকদলের সভাপতি আবিদুর রহমান আবিদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রাহেল আহমদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক নিজাম উদ্দিন চেয়ারম্যান, উপজেলা বিএনপির সাবেক উপদেষ্টা সামছুল ইসলাম মেম্বার, উপজেলা বিএনপির সদস্য হাজী তৈমুছ আলী, কয়েছ মিয়া, হাফিজুর রহমান, এসএম ছমরু মিয়া, সামছুল হক মেম্বার, আতিকুর রহমান, শেখ আখতার আলী, সিলেট মহানগর বিএনপির সদস্য এসএম আমজাদ, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক সদরুল আমিন সোহান, বিএনপি নেতা হাজী মুশফিকুর রহমান, ছায়েম আহমদ, আব্দুস সহিদ, আব্দুর রশীদ, এখলাছুর রহমান, ইসলাম ফিরোজ, গোলাম রাব্বানী, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক সৈয়দ মনসুর আলী, সদস্য আজিজুর রহমান, গাজী মিল্টন, আব্দুল গনি তালুকদার সাজন।

এতে আরো বক্তব্য রাখেন, উপজেলা স্বেচ্ছাসেবকদলের সহ সভাপতি হেলাল আহমদ, আক্তার হোসেন, জিল্লুল হক জিলু, আনোয়ার হোসেন, শাকিল আহমদ, ফারুক আহমদ মিঠু, শাকিল আহমদ, শামীম আহমদ, কয়েছ আহমদ, কামাল উদ্দিন মেম্বার, উপজেলা স্বেচ্ছাসেবকদলের সাংগঠনিক সম্পাদক মামুন আহমদ, যুবদল নেতা মুহিত মেম্বার, নেছার আহমদ, ইকবাল হোসেন, আব্দুস ছালাম, সুরমান আলী, বাবুল আহমদ, আশক উদ্দিন রানা, তানভীর সোহেল, ইসলাম উদ্দিন, মাহবুবুল আলম, তালেব আলী, জহিরুল হক, আলী আখলাক, নুরুজ্জামান, জাহাঙ্গীর আলম, নাছির উদ্দিন, আমিন মিয়া, সাজ্জাদ হোসেন, আলাউদ্দিন, রায়হান, ফয়ছল আহমদ প্রমুখ

আপনার মন্তব্য

আলোচিত