নিজস্ব প্রতিবেদক

২০ আগস্ট, ২০১৮ ১৩:১৯

সন্ত্রাসী হামলায় আহত স্বেচ্ছাসেবক লীগ নেতা রশীদ

সিলেট মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি ও জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি এম. রশীদ আহমদ সন্ত্রাসী হামলায় আহত হয়েছেন।

রোববার (১৯ আগস্ট) রাত ১২ টার দিকে হাউজিং এস্টেট পয়েন্টের সুপারশপ স্বপ্নের সামনে এ হামলার ঘটনা ঘটে। বর্তমানে তিনি সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

সিলেট মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক দেবাংশু দাস মিঠু জানান, রাত ১২ টার দিকে রশীদ আম্বরখানা থেকে সিএনজি অটোরিকশা যোগে নিজ বাসা আখালিয়ার উদ্দেশ্যে রওনা হলে হাউজিং এস্টেট পয়েন্টের স্বপ্নের সামনে তাকে আটকে দেশীয় অস্ত্র দিয়ে সন্ত্রাসীরা হামলা চালায়। এসময় ধারালো অস্ত্রের আঘাতে রশিদ গুরুতর আহত হয়।

তিনি আরও জানান, পরে পথচারীরা রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে রাতেই তার শরীরে অস্ত্রোপচার হয়। রশীদের পুরো শরীরে অসংখ্য কোপ রয়েছে। প্রচণ্ড রক্তক্ষরণ হয়েছে। তবে বর্তমানে তিনি আশঙ্কামুক্ত আছেন।

এ ব্যাপারে বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গৌছুল হোসেন জানান, হামলাকারীদের খুঁজে বের করতে সব ধরণের চেষ্টা চলছে। স্বপ্ন এবং আরকেডিয়া শপিং সেন্টারের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে হামলাকারীদের সনাক্ত করা যায় কিনা সে চেষ্টাও করা হবে।

আপনার মন্তব্য

আলোচিত