নিউজ ডেস্ক

১৭ জানুয়ারি, ২০১৫ ১৮:৩৪

গুলি করে আন্দোলন স্তব্ধ করা যাবে না: সামসুজ্জামান

শনিবার বিকেল ৪টায় সিলেট নগরীর বন্দরবাজারে স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের উদ্যোগে মিছিলপূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


সিলেট জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহ সভাপতি এডভোকেট সামসুজ্জামান জামান বলেছেন, বাংলাদেশের জনগণ যখন দেশ ও জাতিকে জালিমের কবল থেকে মুক্ত করতে স্বতঃস্ফূর্তভাবে খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে রাজপথের আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছে ঠিক সেই মুহূর্তে বিজিবি, পুলিশ ও র‌্যাব’র প্রধানরা প্রজাতন্ত্রের কর্মচারি হয়ে জনগণের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন। সীমান্তে আগ্রাসন রুখতে ব্যর্থ হয়ে নিজ দেশের নিরীহ জনতার উপর গুলি করে যারা বাহাদুর সাজতে চান, তাদের জানা থাকা দরকার জনগণ কারো চোখ রাঙানিকে ভয় পায় না। গুলি করে জনতার আন্দোলন কখনোই স্তব্ধ করা যাবে না।

খালেদা জিয়াকে ‘অবরুদ্ধৎ করে রাখা ও তারেক রহমানের বিরুদ্ধে ‘রাষ্ট্রীয় ষড়যন্ত্র’র প্রতিবাদে শনিবার বিকেল ৪টায় সিলেট নগরীর বন্দরবাজারে স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের উদ্যোগে মিছিলপূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক অধ্যাপক আজমল হোসেন রায়হানের সভাপতিত্বে এবং ছাত্রদল নেতা ও ইলিয়াস মুক্তি ছাত্র সংগ্রাম পরিষদের যুগ্ম আহ্বায়ক আবদুল কাইয়ুমের পরিচালনায় বন্দরবাজার রংমহল পয়েন্টে অনুষ্ঠিত মিছিলপূর্ব সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন জেলা তাঁতীদলের সাংগঠনিক সম্পাদক সৈয়দ জয়নুল হক, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আবদুস সহিদ, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল নেতা আমিনুজ্জামান জোয়াহির, আমিনুল হক বেলাল, আবদুল হান্নান, রায়হাদ বক্স রাক্কু, খালেদুর রশিদ ঝলক, রাশেদ আহমদ চৌধুরী, মল্লিক আহমদ, মোস্তাফিজুর রহমান সুজন, দেওয়ান নিজাম খান, আফজল হোসেন চৌধুরী, জাবেদ আহমদ জীবন, কামাল হোসেন, হামিদ হোসেন, দেলোয়ার হোসেন চৌধুরী, মফিজুর রহমান জুবেদ, সেলিম আহমদ, শাহ মোর্শেদ, সোয়েবুর রহমান খোকন, খালেদ চৌধুরী মুন্না, রেজওয়ান উদ্দিন সুমন, ইমরানুল ইসলাম জাসিম, আবু আম্বিয়া, নুরুল আমিন, মাকসুদ আলম, নুরুল ইসলাম রুহুল, মঈনুল ইসলাম, আবদুল মুকিত মুকুল, আব্দুল মোতাকাব্বির  চৌধুরী সাকি, দেলোয়ার হোসেন, জুবের আহমদ, মনিরুজ্জামান মিজান, সদরুল ইসলাম লোকমান, মাইদুল ইসলাম মিঠু, শামীম আহমদ, সাকিব আল হাসান, সোবহান আহমদ, সাইদুর রহমান রাজু, দানিয়াল অপু, মাজহারুল ইসলাম মোর্শেদ, আব্দুল কাহির, মোজাম্মিল হোসেন, ইমরান হোসেন, আরাফাত রহমান, রাসেল আহমদ, ফাহাদ মাহফুজ চৌধুরী, আতিকুল ইসলাম নাঈম, সাহেদ আহমদ কয়ছর, ইমরান আহমদ, সৈয়দ মিনহাজ, জাহাঙ্গীর আলম, ইকবাল হোসেন, আব্দুল কুদ্দুছ, রাজন আহমদ, রাজু আহমদ প্রমুখ।

 -প্রেবি


আপনার মন্তব্য

আলোচিত