বানিয়াচং প্রতিনিধি

১৩ সেপ্টেম্বর, ২০১৮ ২০:২১

বানিয়াচংয়ে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

বিপুল উৎসাহ উদ্দীপনা ও জাকজমপুর্ণ পরিবেশে হবিগঞ্জের বানিয়াচংয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ (অনূর্ধ্ব ১৭) ফুটবল টুর্নামেন্ট’র ২০১৮’র ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৩ সেপ্টেম্বর) বিকালে বানিয়াচংয়ের ঐতিহ্যবাহী এল. আল. সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।

ফাইনাল খেলায় বানিয়াচং ২নং উত্তর-পশ্চিম ইউনিয়ন পরিষদ একাদশকে ২-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বানিয়াচং ৩নং দক্ষিণ-পূর্ব ইউনিয়ন পরিষদ একাদশ। টুর্নামেন্টে সেরা খেলোয়াড় নির্বাচিত হয়ে গোল্ডেনবুট পেয়েছেন বিজয়ী দলের খেলোয়াড় শাহিন মিয়া। অন্যদিকে টুর্নামেন্টে সর্বোচ্চ (৪টি) গোল দিয়ে গোল্ডেনবল পেয়েছেন ২নং ইউনিয়নের খেলোয়াড় অপি।

খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরষ্কার বিতরণ করেন টুর্নামেন্টে’র সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মামুন খন্দকার। বিশেষ অতিথি ছিলেন ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আমির হোসেন মাষ্টার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন খান।

খেলায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ছাব্বির আহমেদ আকুঞ্জি, বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাম্মেল হক, ভাইস চেয়ারম্যান ইকবাল বাহার খান, চেয়ারম্যান রেখাছ মিয়া, ওয়ারিশ উদ্দিন খান, আবুল কাশেম চৌধুরী, মাওলানা হাবিবুর রহমান, এরশাদ আলী, মাধ্যমিক কর্মকর্তা কাওছার শোকরানা, মুক্তিযোদ্ধা আব্দুল কাদির তুফানি, ক্রীড়া ব্যক্তিত্ব এনামুল মোহিত খান, সাহিবুর রহমান, নজরুল ইসলাম, আব্দুল রউফ, প্রেসক্লাব সাধারণ সম্পাদক তোফায়েল রেজা সোহেল, সাংবাদিক ফোরাম সাধারণ সম্পাদক রায়হান উদ্দিন সুমন। 

আপনার মন্তব্য

আলোচিত