নিজস্ব প্রতিবেদক

১০ জুলাই, ২০১৫ ১৯:২৭

সিটি কর্পোরেশনের তিনটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করলেন অর্থমন্ত্রী

সিলেট সিটি করপোরেশনের বাস্তবায়নাধীন তিনটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। শুক্রবার তিনি প্রকল্পগুলোর উদ্বোধন করেন। প্রকল্পগুলো হলো- ভোলানন্দ উচ্চ বিদ্যালয়ের নতুন ভবন, হলদিছড়ায় আরসিসি বক্স কালভার্ট-আরসিসি ইউটাইপ ড্রেন এবং কদমতলী সড়ক আরসিসিকরণ ও ইউটাইপ ড্রেন নির্মান প্রকল্প। তিনি উন্নয়ন প্রকল্পগুলো দেখে সন্তোষ প্রকাশও করেন।

এছাড়া অর্থমন্ত্রী কাজিরবাজার সেতুও পরিদর্শন করেন। দুইপাশের রাস্তার কাজ শেষ হওয়ার পরপরই কাজিরবাজার সেতুর উদ্বোধন করা হবে বলেও জানান অর্থমন্ত্রী।

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এমপি শুক্রবার সকাল ১১টায় সিলেট নগরীর চৌহাট্টায় ভোলানন্দ নৈশ বিদ্যালয়ের ৪তলা বিশিষ্ট নতুন ভবনের উদ্বোধন করতে আসেন। এসময় তাকে স্বাগত জানান সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবীব। পরে ফলক উন্মোচন করে অর্থমন্ত্রী নবনির্মিত ভবনের শুভ উদ্বোধন করেন।

এসময় সিলেটের জেলা প্রশাসক জয়নাল আবেদীন, সিলেট সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদ, মহানগর আওয়ামীলীগ সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. ইলিয়াছুর রহমান, ১৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মুহিত জাবেদ, ২৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তৌফিক বকস, সংরক্ষিত ৬ মহিলা আসনের কাউন্সিলর শাহানারা বেগম, সিলেট সিটি কর্পোরেশনের সচিব মো. রেজাই রাফিন সরকার, সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী (ভারপ্রাপ্ত) নুর আজিজুর রহমান, নির্বাহী প্রকৌশলী আলী আকবরসহ সিটি কর্পোরেশনের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

লাইসেন্স কর্মকর্তা চন্দন দাশের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠান শেষে মোনাজাত পরিচালনা করেন মাওলানা শফিকুর রহমান। এই প্রকল্পে ব্যয় হয়েছে ১ কোটি ৯৪ লাখ ৪৩ হাজার ২শ ৮৫ টাকা।

বেলা পৌনে ১২টায় অর্থমন্ত্রী কদমতলী-শিববাড়ী সড়ক আরসিসিকরণ ও ইউটাইপ ড্রেন প্রকল্পের উদ্বোধন করেন। এসময় ২৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তৌফিক বকস, ২৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো: আব্দুল জলিল নজরুল, প্যানেল মেয়র (৩) ও সংরক্ষিত ৯ আসনের কাউন্সিলর এডভোকেট রোকসানা বেগম শাহনাজসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বেলা ১২ টায় অর্থমন্ত্রী হলদিছড়ায় আরসিসি বক্স কালভার্ট-আরসিসি ইউটাইপ ড্রেন প্রকল্পের উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন ২১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আব্দুর রকিব তুহিন, ২৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সোহেল আহমদ রিপন, সংরক্ষিত ৮ আসনের কাউন্সিলর সালেহা কবীর শেপী, সাবেক কাউন্সিলর মো. শাহজাহানসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।

পরে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এমপি কোর্ট পয়েন্টে নির্মানাধীন ফুটওভার ব্রিজের কাজ পরিদর্শন করেন। এসময় সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবীব ও ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী নুর আজিজুর রহমান চলমান কাজ সম্পর্কে মন্ত্রীকে অবহিত করেন। অর্থমন্ত্রী কাজ দেখে সন্তুষ্টি প্রকাশ করেন।

এর আগে অর্থমন্ত্রী বেলা সাড়ে ১১টায় কাজিরবাজার সেতু পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি ব্রিজের নিচের দুইপাশের রাস্তার কাজ তাড়াতাড়ি সম্পন্নের জন্য সওজ কর্মকর্তাদের নির্দেশ দেন। এসময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী জানান, দুইপাশের রাস্তার কাজ শেষ হওয়ার পরপরই কাজিরবাজার সেতুর উদ্বোধন করা হবে।

আপনার মন্তব্য

আলোচিত