কমলগঞ্জ প্রতিনিধি

২২ সেপ্টেম্বর, ২০১৮ ১৮:২৮

কমলগঞ্জে ১৩৬ পূজামণ্ডপে শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতি

ফাইল ছবি

সারা দেশের ন্যায় মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় চলছে শারদীয় দুর্গোৎসবের ব্যাপক প্রস্তুতি। এবার উপজেলার ৯টি ইউনিয়ন ও একটি পৌরসভায় ১৩৬টি পূজামণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে বিভিন্ন মণ্ডপে প্রতিমা তৈরির কাজ চলছে।

এদিকে আসন্ন শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে ও সুষ্ঠুভাবে সম্পাদন করার লক্ষ্যে কমলগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের আয়োজনে শুক্রবার (২১ সেপ্টেম্বর) দুপুরে ভানুগাছ বাজারস্থ কমলগঞ্জ কেন্দ্রীয় দুর্গাবাড়ি প্রাঙ্গণে ১৩৬টি পূজামণ্ডপের নেতৃবৃন্দকে নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ থানার ওসি (তদন্ত) সুধীন চন্দ্র দাস।

কমলগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শংকর লাল সাহার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শ্যামল চন্দ্র দাসের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পূজা উদযাপন পরিষদের নেতা প্রণয় দত্ত, প্রমোদ চন্দ্র দেবনাথ, জ্যোতির্ময় দেব, সাংবাদিক সুব্রত দেবরায় সঞ্জয়, সাংবাদিক প্রনীত রঞ্জন দেবনাথ, ধীরেন্দ্র মালাকার, নারায়ণ মল্লিক সাগর, শংকর দেবনাথ, নারায়ণ পাল প্রমুখ।

সভায় শারদীয় দুর্গোৎসব সুষ্ঠু ও সুন্দরভাবে উদযাপনের লক্ষ্যে কতিপয় সিদ্ধান্ত গৃহীত হয়।

আপনার মন্তব্য

আলোচিত