নিউজ ডেস্ক

১৭ জানুয়ারি, ২০১৫ ২০:১০

সন্ত্রাসের বিরুদ্ধে জনসচেতনতা গড়ে তুলতে হবে: এসি শাহিন

এয়ারপোর্ট থানার ওপেন হাউজ ডে’তে থানার সহকারী পুলিশ কমিশনার (এসি) মোল্লা মো. শাহীন বলেছেন, জনগনকে সাথে নিয়ে সন্ত্রাসবিরোধী জনসচেতনতা গড়ে তুলতে হবে। তাহলে এলাকায় সন্ত্রাস, চুরি, ছিনতাই ডাকাতি ও মাদকসহ সকল অপকর্ম বন্ধ করা সম্ভব হবে।

তিনি শনিবার সকাল ১১টায় সিলেটে এয়ারপোর্ট থানা কতৃক ওপেন হাউস ডে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। এয়াপোর্ট থানা ওসি গৌছুল হোসেনের সভাপতিত্বে ও এসআই হুমাযুন কবির এর পরিচালনায় ওপেন হাউস ডেতে বক্তব্য রাখেন ওসি (তদন্ত) নুরু আলম, এস আই শফিকুল রহমান, এস আই রফিকুল ইসলাম, এ এস আই রিপন আহমদ, এয়ারপোর্ট থানা কমিউনিটি পুলিশিং-এর সভাপতি ও সদর উপজেলা  আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আফতা হোসেন, ইউপি সদস্য তারা মিয়া, ইউপি সদস্য নাজিম উদ্দিন প্রমুখ। 

আপনার মন্তব্য

আলোচিত