নবীগঞ্জ প্রতিনিধি

২৪ সেপ্টেম্বর, ২০১৮ ১৬:৪৬

সুবিধাবঞ্চিত নারীদের সুবিধা দেয়া আমাদের কর্তব্য: মাহফুজুল হক

তথ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব এস এম মাহফুজুল হক বলেন, সুবিধাবঞ্চিত নারীদের প্রতি খেয়াল রেখে তাদেরকে সুবিধা দেয়া আমাদের কর্তব্য। নারী উন্নয়ন হলে সমাজের চেহারা পাল্টে যাবে। নারীদের উন্নয়নে সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। এসব পূর্ণ পদক্ষেপের ফলে তারা আরও উন্নতির দিকে ধাবিত হচ্ছেন। সুন্দর সমাজ গড়তে সবাইকে সচেতন হয়ে এগিয়ে আসার আহবান জানাই।

সোমবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে নবীগঞ্জ উপজেলা নারী উন্নয়ন ফোরামের আয়োজনে পরিষদের হল রুমে গরীব অসহায় নারীদের মধ্যে সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

ফোরামের সভাপতি মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগমের সভাপতিত্বে এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো. সফিউল আলম, নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদ-বিন-হাসান।

শিক্ষক সমিতির যুগ্ম সম্পাদক মো. রুবেল মিয়ার পরিচালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মীর তারিন বাশার লিমা, বাংলা টিভির প্রতিনিধি মতিউর রহমান মুন্না, ফোরামের সহসভাপতি আয়েশা খানম, সদস্য মোছা. হামিদা চৌধুরী প্রমুখ।

এ সময় নবীগঞ্জ উপজেলা ও পৌরসভার বিভিন্ন গ্রামের গরীব অসহায় নারীদের মধ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন ইউনিয়ন পরিষদের সংরক্ষিত ওয়ার্ডের নারী সদস্য এবং নারী উন্নয়ন ফোরামের সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য

আলোচিত