গোয়াইনঘাট প্রতিনিধি

১১ অক্টোবর, ২০১৮ ১৫:০৬

‘নৌকায় ভোট দিয়ে আমাকে বিজয়ী করুন, অসমাপ্ত উন্নয়ন আমি দেখবো’

সিলেট ৪ আসনের সংসদ সদস্য ইমরান আহমদ বলেছেন, আমি জনগণের জন্য যা উন্নয়ন করেছি তা দৃশ্যমান আছে। সরকারের তরফে চলমান এসব উন্নয়ন পরিক্রমায় ভবিষ্যতেও আমি যুক্ত থাকতে চাই। উন্নয়নের ধারাবাহিকতা ভবিষ্যতেও সচল রাখতে আবারও নৌকায় ভোট দিন। নৌকায় ভোট দিয়ে আপনারা আমাকে বিজয়ী করুন। অসমাপ্ত উন্নয়নের বিষয়টি আমি দেখবো। আমি বিশ্বাস করি আপনাদের মূল্যবান ভোট পেয়ে আমি আবারও নির্বাচিত হতে পারলে সিলেট-৪ আসনের প্রতিটি উপজেলা মডেল উপজেলায় রূপ লাভ করবে।

বুধবার (১০ অক্টোবর) সিলেটের গোয়াইনঘাটের পশ্চিম জাফলং উচ্চ বিদ্যালয়ে ২৫ লক্ষ টাকা ব্যয়ে ফার্নিচারসহ আসবাব পত্র, ১কোটি ৭৩ লক্ষ টাকা ব্যয়ে উর্ধ্বমুখি ভবন নির্মাণ, ২ কোটি ২৫ লক্ষ টাকা ব্যয়ে সোনারহাট উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবনের উর্ধ্বমুখি ভবনের ভিত্তি প্রস্তর, মনাইকান্দি-বুগইলকান্দি ও খুরি মৌজায় ৪৫০ পরিবারের নতুন বিদ্যুতায়নের উদ্ধোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

এলাকার উন্নয়নের ফিরিস্তি তোলে ধরতে গিয়ে তিনি বলেন, ৭শত কোটি টাকা ব্যয়ে সিলেট-কোম্পানিগঞ্জ আধুনিক মহাসড়ক, হাইটেক পার্ক, জাফলং ব্রিজ,গোয়াইনঘাট-জৈন্তাপুরে দুটি কলেজ সরকারী করণ, নারী শিক্ষাকে প্রসারিত করতে ইমরান আহমদ গার্লস স্কুল, কারিগরি শিক্ষাকে বেগবান করতে ইমরান আহমদ কারিগরি কলেজ প্রতিষ্টা, নতুন নতুন প্রাথমিক বিদ্যালয়,মাধ্যমিক বিদ্যালয় সমূহে অগণিত একাডেমিক ভবন, ফসল রক্ষায় বেড়িবাঁধ, বিশুদ্ধ পানি,স্যানিটেশন, চিকিৎসাসেবা সহজতর করতে অগণিত কমিনিউনিটি ক্লিনিক স্থাপন, নতুন নতুন গ্রামীণ সড়ক, পুরো নির্বাচনী এলাকাজুড়ে প্রায় সব খানেই সহজ দ্রুততায় বিদ্যুৎ সরবরাহ, ব্রিজ কালভার্টসহ সার্বিক অবকাঠামোগত উন্নয়ন করা আমার পক্ষে সম্ভব হয়েছে। তাই অত্রাঞ্চলের জনগণের ভাগ্যোন্নয়নে আবারও নৌকাকে বিজয়ী করুন। নৌকায় ভোট দিয়ে আওয়ামী লীগের উন্নয়ন অগ্রযাত্রায় আপনিও অংশীদার থাকুন। পশ্চিম জাফলং উচ্চ বিদ্যালয়ও সোনারহাট উচ্চ বিদ্যালয়ে ঊর্ধ্বমুখী ভবনের ভিত্তিপ্রস্তর, বিদ্যুৎ বঞ্চিত ৪৯৫টি পরিবারকে বিদ্যুৎ সংযোগ প্রদানসহ সূচিত উন্নয়ন জনগণ ভালোভাবে নিবে।

তিনি বলেন, জনগণ সজাগ। তারা জানে কে তাদের জন্য কাজ করতে পারে। তিনি আবারও আওয়ামী লীগকে বিজয়ী করে দেশের উন্নয়ন পরিক্রমা ভবিষ্যতেও গতিশীল রাখতে সবাইকে ভূমিকা পালনের আহবান জানান।

ইউনিয়ন আওয়াম লীগ সভাপতি শফিক আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নজরুল ইসলাম নজুর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- উপজেলা নির্বাহী অফিসার বিশ্বজিত কুমার পাল, থানা অফিসার ইনচার্জ মো. আব্দুল জলিল, গোয়াইনঘাট সরকারী কলেজের অধ্যক্ষ ফজলুল হক, পশ্চিম জাফলং উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক আব্দুস শহিদ, পল্লী বিদ্যুৎ সমিতি সিলেট-২ এর সভাপতি নিত্যানন্দ দাশ, জেনারেল ম্যানেজার আবু হানিফ মিয়া, স্থানীয় ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম প্রমুখ।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামী লীগ নেতা সুভাস চন্দ্র পাল ছানা, লুৎফুর রহমান, গোয়াইনঘাট প্রেসক্লাব সভাপতি এম এ মতিন, ইউপি চেয়ারম্যান লুৎফুর রহমান লেবু, উপজেলা যুবলীগের আহবায়ক ফারুক আহমদ, যুগ্ম আহবায়ক মো. শাহাব উদ্দিন, সদস্য গোলাম কিবরিয়া রাসেল, নজরুল ইসলাম, ফয়সল আহমদ, মারুফুল হাসান মারুফ, আওয়ামী লীগ নেতা হেলাল উদ্দিন, রফিক উদ্দিন, জহের আলী, ইউপি সদস্য মো. রফিক আহমদ, আব্দুল কালাম, যুবলীগ নেতা মামুন পারভেজ, হেলাল আহমেদ, লনি আহমেদ প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত