হবিগঞ্জ প্রতিনিধি

১৪ অক্টোবর, ২০১৮ ১৬:৫৬

লাখাইয়ে ৬৫ পূজামণ্ডপে ৫শ কেজি করে চাল বিতরণ

হবিগঞ্জের লাখাই উপজেলায় দুর্গাপূজা উপলক্ষে ৬৫টি মণ্ডপে ৫০০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে।

রোববার (১৪ অক্টোবর) বিকালে উপজেলা পরিষদ হলরুমে এক অনুষ্ঠানের মাধ্যমে এই সহায়তা প্রদান করা হয়।

এতে প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মো. আবু জাহির। এ সময় সংসদ সদস্য তার ব্যক্তিগত তহবিল থেকে প্রতিটি মণ্ডপে আরো ৫ হাজার করে নগদ টাকা প্রদান করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ ওবায়দুর রহমানের সভাপতিত্বে সহায়তা বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট মুশফিউল আলম আজাদ, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি নুরুজ্জামান মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মতিন মাস্টার, শাহ রেজা উদ্দিন আহমেদ দুলদুল, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এনামুল হক মামুন, ইঞ্জিনিয়ার আব্দুল হাই কামাল, রফিকুল ইসলাম মলাই, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অমিত ভট্টাচার্য্য, সাধারণ সম্পাদক আশীষ দাশ গুপ্ত প্রমুখ।

প্রধান অতিথির বক্তৃতায় এমপি আবু জাহির বলেন, বর্তমান সরকার চায় দেশের সকল ধর্মের মানুষ যার যার ধর্মীয় কর্মকাণ্ড শান্তিপূর্ণভাবে সম্পন্ন করুক। কিন্তু একটি মহল দুর্গাপূজাসহ যে কোন ধর্মীয় উৎসবকে সামনে রেখে ঘোলা পানিতে মাছ শিকারের পায়তারায় লিপ্ত থাকে। সেই সকল দুর্বৃত্তদের ব্যাপারে সর্বস্তরের লোকজনকে সতর্ক থাকার আহবান জানান তিনি। এছাড়াও আওয়ামী লীগ সরকার নির্বাচিত হয়ে সার্বক্ষণিক জনগণের পাশে থাকাসহ ব্যাপক উন্নয়ন কর্মকাণ্ডের কথা তুলে ধরে আগামী নির্বাচনেও নৌকায় ভোট দেয়ার আহবান জানান তিনি।

এ সময় উপস্থিত পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ আওয়ামী লীগ সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের কথা জনগণের সামনে তুলে ধরার প্রত্যয় ব্যক্ত করেন।

আপনার মন্তব্য

আলোচিত