ছাতক প্রতিনিধি:

২০ অক্টোবর, ২০১৮ ২০:২৭

মানিককে পুণরায় বিজয়ী করে উন্নয়নের ধারা অব্যাহত রাখুন

দোয়ারায় জনসমাবেশে প্রতিমন্ত্রী এম এ মান্নান

ছাতক-দোয়ারায় উন্নয়নের ধারা অব্যাহত রাখতে মুহিবুর রহমান মানিককে নৌকা প্রতিকে বিজয়ী করার আশ্বাস দিয়েছেন দোয়ারাবাজারের লাখো মানুষ।

শনিবার (২০অক্টোবর) বিকেলে উপজেলা আওয়ামীলীগ আয়োজিত গণ সমাবেশে অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নানের সাথে হাত তুলে তারা এ এ আশ্বাস দেন।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এম এ মান্নান বলেন, আওয়ামীলীগ নেতৃত্বাধীন সরকারের সময় বাংলাদেশের অভূতপুর্ব উন্নয়ন হয়েছে। আমাদের উন্নয়ন ও সমৃদ্ধি দেখে বিশ্ব নেতারা অবাক হয়েছেন। এই উন্নয়নকে ধরে রাখতে হবে। আওয়ামীলীগকে আবারও ক্ষমতায় পাঠাতে হবে। তিনি বলেন- শুধু ছাতক-দোয়ারা নয়, এ সরকারের সময়ে সারা দেশে উন্নয়ন হয়েছে। তাই দেশের মানুষ আবারও আওয়াীলীগকে ক্ষমতায় পাঠাতে প্রস্তুত। তবে

ষড়যন্ত্রকারিদের প্রতি চোখ-কান খোলা রাখতে হবে। যাতে আমাদের উন্নয়ন ও সমৃদ্ধিকে কেউ বাধাগ্রস্ত করতে না পারে। মন্ত্রী ছাতক-দোয়ারায় আবারও মুহিবুর রহমান মানিককে বিজয়ী করে সংসদে পাঠিয়ে এ অঞ্চলে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে জনগণের প্রতি আহবান জানান। মন্ত্রী বলেন নির্বাচনের পরে দোয়রাবাজরে সুরমা নদীতে মুক্তিযোদ্ধা সেতু ও ছাতক সুনামগঞ্জ পর্যন্ত রেল লাইন নির্মাণ কাজ শুরু হবে।

দোয়ারাবাজার সরকারি মডেল উচ্চবিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন দোয়ারা উপজেলা আওয়ামী লীগের আহবায়ক ও উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ ইদ্রিস আলী বীরপ্রতিক। সমাবেশে প্রধান বক্তার বক্তব্য রাখেন, সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারা) আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন এমপি, ড. জয়া সেন গুপ্তা এমপি, সংরক্ষিত আসনের এমপি এডভোকেট শামসুন্নাহার বেগম শাহানা রব্বানী, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবির ইমন, সুনামগঞ্জ পৌর মেয়র নাদের বখত, সিলেট মহানগর আওয়ামী লীগের সহসভাপতি এডভোকেট রাজ উদ্দিন, সিলেট জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক অধ্যক্ষ সুজাত আলী রফিক, জামাল গঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ইউসুফ আল আজাদ, দোয়ারাবাজার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ডাক্তার আব্দুর রহিম, সুনামগঞ্জ জেলা কৃষকলীগের আহবায়ক করুণা সিন্ধু, সুনামগঞ্জ জেলা পরিষদের সদস্য এডভোকেট আব্দুল আজাদ রোমান ।

বিশেষ অতিথির বক্তব্যে মোয়াজ্জেম হোসেন রতন এমপি বলেন- আজকের এই জনস্রোত প্রমাণ করে ছাতক-দোয়ারায় মানিক কত জনপ্রিয়। এই আসনের মানুষ আজ প্রমাণ করেছেন আওয়ামীলীগ ও মানিকের বিকল্প এখানে এখনও তৈরী হয়নি।

ড. জয়া সেন গুপ্তা এমপি বলেন- দোয়ারার মানুষ একাত্তরে যেভাবে দেশের জন্য অস্ত্রহাতে নিয়েছিলেন, তারা আওয়ামীলীগ ও দেশের সমৃদ্ধির জন্য এখনও সেই চেতনা লালন করেন। সেটা আজকের এই সমাবেশে প্রমাণ করেছেন। ব্যারিস্টার এম এনামুল কবির ইমন বলেন- প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবসময় শ্রোতের উজানে নৌকা চালিয়ে বাংলাদেশেকে আজ এই অবস্থানে নিয়ে এসেছেন। মুহিবুর রহমান মানিকও সকল ষয়যন্ত্রকে পেছনে ফেলে ছাতক-দোয়ারাকে উন্নয়নের শিখরে পৌঁছাচ্ছেন। আমাদের এই উন্নয়নকে আরো এগিয়ে নিতে হবে।

আওয়ামীলীগ নেতা আফজাল হোসেন ও যুবলীগ নেতা আবুল মিয়ার যৌথ পরিচালনায় আরো বক্তব্য রাখেন দোয়ারা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক আব্দুল খালিক, আমিরুল হক চেয়ারম্যান, ছাতক উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ফজলুর রহমান, ছাতক পৌর সভার সাবেক মেয়র আলহাজ্ব আব্দুল ওয়াহিদ মজনু, ছাতক উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক সৈয়দ আহমদ, চান মিয়া চৌধুরী, ছাতক উপজেলা ভাইস চেয়ায়রম্যান আবু সাদাত লাহিন, দোয়ারা উপজেলা আওয়ামীলীগ নেতা কাজী আনোয়ার মিয়া আনু, উপজেলা যুবলীগের আহবায়ক জসিম মাস্টার, সাবেক আহবায়ক কয়ছর আহদ চৌধুরী, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার সফর আলী, ছাতকের সাবেক কমান্ডার নুরুল আমীন ও আনোয়ার রহমান তোতা মিয়া, কালারুকা ইউনিয়ন আ'লীগের সভাপতি আপ্তাব উদ্দিন, সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল প্রমুখ।

গণ সমাবেশে সকাল থেকে ছাতক ও দোয়ারাবাজার উপজেলার প্রতিটি ইউনিয়ন থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে সড়ক ও নৌপথে মানুষ আসতে থাকেন। এক সময় সমাবেশস্থল জনসমুদ্রে পরিণত হয়। এর আগে মন্ত্রীকে নিয়ে এমপি মানিক ছাতকের নির্মানাধীন সেতুর কাজ পরিদর্শন করেন। মন্ত্রীসহ অতিথিরা দোয়ারাবাজারে শত কোটি টাকার বিভিন্ন উন্নয়ন কাজের উদ্বোধন করেন।

আপনার মন্তব্য

আলোচিত