কোম্পানীগঞ্জ প্রতিনিধি

১৯ নভেম্বর, ২০১৮ ১৯:৫৯

ভোলাগঞ্জে নদীতে পাথর উত্তোলনে গিয়ে শ্রমিক নিহত

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জের ধলাই নদীতে মেশিনের মাধ্যমে গর্ত করে পাথর উত্তোলন করতে গিয়ে সাগর মিয়া (২২) নামের এক শ্রমিক মারা গেছেন।

সোমবার দুপুর সাড়ে ১২ টায় গুচ্ছ গ্রামের ধলাই নদীর ১০ নম্বরের একটি পাথরের গর্তে এ দুর্ঘটনা ঘটে।

 নিহত শ্রমিক উপজেলার পূর্ব ইসলামপুর ইউনিয়নের ঢালারপাড় গ্রামের মৃত লাল চান মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, ভোলাগঞ্জ পাথর কোয়ারী বোমা মেশিন বন্ধের পর শ্যালো মেশিন ও লিস্টার মেশিন দ্বারা পাথর উত্তোলন অব্যাহত রেখেছেন একটি চক্র। যার কারনে সোমবার ধলাই নদী ১০ নম্বরের একটি গর্তে পাথর উত্তোলনে নামেন সাগর।

পাথর উত্তোলনের এক পর্যায়ে পানিতে ডুব দিলে পানির তলদেশ থেকে উটতে পারেনি সাগর। আধাঘণ্টা অতিবাহিত হলেও কোনো সাড়াশব্দ না পাওয়ায় পানির তলদেশ থেকে তার মরদেহ উদ্ধার করেন অন্য শ্রমিকরা।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন বর্তমানে মরদেহটি উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে প্রেরণ করা হয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত