সিলেটটুডে ডেস্ক

২০ নভেম্বর, ২০১৮ ১৫:৩৬

২ ডিসেম্বর নেওয়া হবে সিলেটের ঋণ ও বিলখেলাপীদের তথ্য

আগামী ২ ডিসেম্বর থেকে সিলেটে ঋণ ও বিলখেলাপীদের তথ্য নেওয়া শুরু হবে। নির্বাচন কমিশন সচিবালয় সংসদ নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীদের ব্যাপারে স্বচ্ছতা আনার জন্য বিশেষ উদ্যোগ নিয়েছে। ওইদিন সিলেটের ৬টি আসনের মনোনয়নপত্র দাখিলকারীদের মনোনয়নপত্রসমূহ যাচাই-বাছাই করা হবে বলে জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে,  আগামী ২ ডিসেম্বর সকাল সাড়ে ১০টায় সিলেট-১ আসনের প্রার্থীদের, বেলা ১১টায় সিলেট-২ আসনের প্রার্থীদের, সাড়ে ১১টায় সিলেট-৩ আসনের প্রার্থীদের, দুপুর ১২টায় সিলেট-৪ আসনের প্রার্থীদের, সাড়ে ১২টায় সিলেট-৫ আসনের প্রার্থীদের ও দুপুর ১টায় সিলেট-৬ আসনের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে।

সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম জানান, ‘প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ আগামী ২৮ নভেম্বর বিকাল ৫টার মধ্যে। এই তারিখে মনোনয়নপত্র দাখিলকারীরা তাদের ঋণ ও বিল খেলাপ সংক্রান্ত কোনও তথ্য থাকলে তা মনোনয়নপত্র বাছাইয়ের আগে কার্যালয়ে পাঠাবেন। মনোনয়নপত্র বাছাইকালে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে উপস্থিত থাকতে হবে।’

আপনার মন্তব্য

আলোচিত