সিলেটটুডে ডেস্ক

১৮ ডিসেম্বর, ২০১৮ ১৮:৫২

ইমজা’র মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র প্রদর্শনী শুরু বুধবার

মহান বিজয়ের মাস উপলক্ষ্যে দু’দিনব্যাপী মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করেছে ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন ইমজা।

বুধবার সন্ধ্যা সাড়ে ৫টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে এ প্রদর্শনীর উদ্বোধন হবে। সংক্ষিপ্ত উদ্বোধনী অনুষ্ঠানের পর প্রথম দিনে তারেক মাসুদের মুক্তির গান ও নাসির উদ্দিন ইউসুফ বাচ্চুর গেরিলা প্রাদর্শিত হবে।

প্রদর্শনীর শেষদিনে বৃহস্পতিবার সন্ধ্যা থেকে প্রদর্শিত হবে তিনটি ছবি। হুমায়ুন আহমেদের আগুনের পরশমনি, তারেক মাসুদের মুক্তির কথা ও মোরশেদুল ইসলামের আমার বন্ধু রাশেদ প্রদর্শিত হবে বৃহস্পতিবার।

ইমজা’র এই আয়োজনে সহযোগিতায় রয়েছে চলচ্চিত্র বিষয়ক সংগঠন মুভিয়ানা ফিল্ম সোসাইটি।

মুক্তিযুদ্ধের এই চলচ্চিত্র প্রদর্শনী সকল দর্শকের জন্য উন্মুক্ত থাকবে বলে জানিয়েছেন ইমজা’র সভাপতি আশরাফুল কবির ও সাধারণ সম্পাদক দেবাশীষ দেবু।

আপনার মন্তব্য

আলোচিত