কমলগঞ্জ প্রতিনিধি

১৩ জানুয়ারি, ২০১৯ ২২:১১

কমলগঞ্জে ভোক্তা অধিকার আইনে জরিমানা

মৌলভীবাজারের কমলগঞ্জে ভোক্তা অধিকার অধিদপ্তর বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে নগদ অর্থ জরিমানা আদায় করেছে।

রোববার (১৩ জানুয়ারি) দুপুরে বাণিজ্য মন্ত্রনালয়াধীন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আল-আমিনের নেতৃত্বে ও কমলগঞ্জ থানা পুলিশের সহযোগিতায় এ অভিযানটি পরিচালনা করা হয়।

মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আল-আমিন জানান, উপজেলার ভানুগাছবাজারে ভোক্তা অধিকার আইন লঙ্ঘন বিরোধী অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে হোটেলে খাদ্য পরিবেশন করা, মূল্য তালিকা না রাখা, কসমেটিক্সের প্যাকেটের গাঁয়ে নিজেরা অতিরিক্ত মূল্য লেখা, যথাযথ কর্তৃপক্ষের কাছ থেকে লাইসেন্স না নেওয়াসহ বিভিন্ন অপরাধে রাঁধুনি হোটেলকে ৩ হাজার টাকা, ভাই ভাই ষ্টোরকে ৫ শত টাকা, সন্ধানী ডিপার্টমেন্টাল ষ্টোরকে ১ হাজার ৫ শত  টাকা, নিউ পানাহার রেস্টুরেন্টকে ২ হাজার টাকাসহ মোট ৭ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়।

আপনার মন্তব্য

আলোচিত