নবীগঞ্জ প্রতিনিধি

১৫ জানুয়ারি, ২০১৯ ১৭:৪৮

নবীগঞ্জে ঐতিহ্যবাহী ঘোড় দৌড় প্রতিযোগিতা

হবিগঞ্জের নবীগঞ্জে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঘোড় দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। পৌষ সংক্রান্তি উপলক্ষে প্রতি বছরের ন্যায় মঙ্গলবার (১৫ জানুয়ারি) বিকেলে উপজেলার আউশকান্দি ইউনিয়নের আলমপুর গ্রামের মাঠে ঘৌড় দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। 

এ প্রতিযোগিতায় অংশ নিতে বিভিন্ন জেলা থেকে ১০টি ঘোড়া নিয়ে প্রতিযোগিতা প্রতিযোগিতায় অংশ নেন। শত বছরের ঐতিহ্যবাহী এই ঘোড় দৌড় প্রতিযোগিতার আয়োজন করে আলমপুর গ্রামের যুব সমাজ। প্রতিযোগিতায় ১০ টি ঘোড়ার মধ্যে তিনটি দৌড় অনুষ্ঠিত হয়। পয়েন্ট ভিত্তিক এই প্রতিযোগিতায় আলমপুর পূর্ব মাঠ থেকে ছেড়ে প্রায় দুই কিলোমিটার পথ অতিক্রম করে দৌড়ে প্রথম হয়েছে জামারগাঁও গ্রামের সেলিম মিয়ার ঘোড়া কেলাউটা নাইট। ২য় হয়েছে আলম পুর গ্রামের আলাল মিয়ার ঘোড়া সুর্যফুল।  তৃতীয় হয়েছে জামারগাঁও গ্রামের সেলিম মিয়ার বিজয় ৭১ ঘোড়া।

প্রতিযোগিতা শেষে ১ম বিজয়ীকে ২৪ ইঞ্চি টিভি, দ্বিতীয় বিজয়ীকে ২১ইঞ্চি টিভি এবং তৃতীয় বিজয়ীকে ১৪ ইঞ্চি টিভি পুরস্কার দেওয়া হয়।

এতে স্থানীয় ইউপি সদস্য আব্দুল কাদিরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য শাহ নেওয়াজ মিলাদ গাজী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এলজিইডির প্রকল্প পরিচালক আলী হোসেন চৌধুরী, নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট আলমগীর চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইমদাদুর রহমান মুকুল, আউশকান্দি ইউপি চেয়ারম্যান মহিবুর রহমান হারুন।

এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মুজিবুর রহমান কাজল, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক উত্তম কুমার পাল হিমেল, নবীগঞ্জ সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক মতিউর রহমান মুন্না, ছাত্রলীগের সাবেক সভাপতি সৈয়দ এহিয়া, ইউপি তথ্য কেন্দ্রের উদ্যোক্তা মনসুর আহমেদ নাইম, জিৎ ধর প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত