নিজস্ব প্রতিবেদক

১৬ জানুয়ারি, ২০১৯ ০৪:২২

এসএমপি কমিশনার গোলাম কিবরিয়া হাসপাতালে ভর্তি

সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) কমিশনার গোলাম কিবরিয়া অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

তিনি সিলেট নগরীর ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে এসএমপির ফেসবুক পেজে বুধবার রাতে জানানো হয়।

গোলাম কিবরিয়া ২০১৬ সালের ২৯ ডিসেম্বর এসএমপির কমিশনার হিসেবে যোগদান করেন। তিনি ১৯৯১ সালে ১২তম বিসিএস এর মাধ্যমে সহকারী পুলিশ সুপার হিসাবে পুলিশ বাহিনীতে যোগদান করেন।

বাংলাদেশ পুলিশ একাডেমি সারদা, রাজশাহীতে এক বছরের মৌলিক প্রশিক্ষণ শেষে চট্টগ্রাম জেলায় এএসপি হিসাবে পদায়ন হয় তার।

২০০৪ সালে তিনি পুলিশ সুপার হিসাবে পদোন্নতি পান। কর্মময় জীবনে নাটোর, সুনামগঞ্জ এবং ময়মনসিংহ জেলায় পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।

তাছাড়া ডিএমপি এবং সিএমপি এর উপ-পুলিশ কমিশনার হিসেবেও পালন করেন। পাশাপাশি অতিরিক্ত ডিআইজি ও ডিআইজি হিসাবে পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকায় কর্মরত ছিলেন তিনি।

এছাড়া তিনি জাতিসংঘ শান্তিরক্ষা মিশন কসোভা এবং ইস্ট তিমুরে পুলিশ অবজারভার হিসাবে দায়িত্ব পালন করেন। ২০১৪ সালে তিনি আইজি ব্যাচে ভূষিত হন।

এদিকে, সিএমপি কমিশনার গোলাম কিবরিয়াকে দেখতে মঙ্গলবার রাতে হাসপাতালে গেছেন পররাষ্ট্রমন্ত্রী ড.এ কে আব্দুল মোমেন। এসময় মন্ত্রী অসুস্থ পুলিশ কমিশনারের পাশে কিছু সময় কাটান এবং তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন।

আপনার মন্তব্য

আলোচিত