নিজস্ব প্রতিবেদক

২২ জানুয়ারি, ২০১৯ ১৬:২৭

চাঁদাবাজি মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা পিযুষ গ্রেপ্তার

সিলেটের বহুল আলোচিত স্বেচ্ছাসেবক লীগ নেতা পিযুষ কান্তি দে'কে অবশেষে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুর দুইটার দিকে শেখঘাট কুয়ারপাড়স্থ বাসা থেকে একটি চাঁদাবাজি মামলায় পিযুষকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সেলিম মিয়া।

মহানগর সেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি পিযুষ কান্তি দে'র দীর্ঘদিন ধরেই চাঁদাবাজি-সন্ত্রাসী কর্মকান্ডসহ নানা অভিযোগ রয়েছে। তবে সরকার দলীয় নেতাদের প্রশ্রয়ে এতোদিন গ্রেপ্তার এড়িয়ে ছিলেন সিলেট মহানগর ছাত্রলীগের সাবেক এই যুগ্ম আহ্বায়ক। অবশষেে মঙ্গলবার গ্রেপ্তার হন তিনি।

কোতোয়ালী থানার ওসি মোহাম্মদ সেলিম মিয়া বলেন, ২০১৬ সালের একটি চাঁদাবাজি মামলায় পরোয়ানাভূক্ত আসামী হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়েছে। পিযুষ কান্তিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান তিনি। তাঁর বিরুদ্ধে ১১টি মামলা রয়েছে বলে জানান ওসি।

আপনার মন্তব্য

আলোচিত