জাহিদ উদ্দিন, গোলাপগঞ্জ

৩০ জানুয়ারি, ২০১৯ ০১:০৮

গোলাপগঞ্জে চেয়ারম্যান পদে মনোনয়ন দৌড়ে আ'লীগের ১০প্রার্থী

উপজেলা পরিষদ নির্বাচন নিয়ে আওয়ামী লীগের বর্ধিত সভা আজ

মাস খানেক আগে শেষ হলো সংসদ নির্বাচন। এবার উপজেলা পরিষদ নির্বাচনকে ঘিরে দেখা দিয়েছে জল্পনা-কল্পনা। আগামী মার্চ মাসে উপজেলা নির্বাচন হওয়ার ঘোষণা পেয়ে দলীয় মনোনয়ন পেতে তৎপর রয়েছেন আওয়ামী লীগের ১০ নেতা। দলীয় সবুজ সংকেত পেতে জোর লবিং চালিয়ে যাচ্ছেন তাঁরা। প্রার্থীরা কেন্দ্রীয় ও জেলার দায়িত্বশীলদের সাথে যোগাযোগ অব্যাহত রেখেছেন। এবার প্রথমবারের মত দলীয় প্রতিকে নির্বাচন অনুষ্ঠিত হবে।

এবার আওয়ামী লীগ থেকে উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে নৌকার মনোনয়ন লড়াইয়ে রয়েছেন গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট ইকবাল আহমদ চৌধুরী, সিলেট জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও গোলাপগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান হুমায়ূন ইসলাম কামাল, গোলাপগঞ্জ উপজেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক লুৎফুর রহমান, কেদ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সদস্য, সিলেট শহর ছাত্রলীগ এর সাবেক যুগ্ম আহবায়ক সাংবাদিক আব্দুল লতিফ নুতন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সদস্য আব্দুল ওয়াহাব জোয়ারদার মসুফ, সিলেট জেলা আওয়ামীলীগের কার্যনির্বাহী সদস্য সৈয়দ মিসবাহ উদ্দিন, গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিক আহমদ, দপ্তর সম্পাদক আকবর আলী ফখর, সিলেট মহানগর সেচ্ছাসেবকলীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মনসুর আহমদ, সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ও সিলেট মহানগর যুব মহিলালীগের সভাপতি নাজিরা বেগম শীলা।

নৌকার মনোনয়ন প্রত্যাশী সিলেট জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হুমায়ুন ইসলাম কামাল বলেন, বিগত নির্বাচনে আমি উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী ছিলাম। এর আগে উপজেলা পরিষদের প্রথম ভাইস চেয়ারম্যান হিসেবে বিপুল ভোটে বিজয়ী হয়েছিলাম। আশা করছি স্থানীয় ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ আমায় বিবেচনায় রাখবে।

একই আশা পোষণ করে গোলাপগঞ্জ উপজেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক লুৎফুর রহমান বলেন, দল যাকেই নৌকার মাঝি করে পাঠাবে আমরা তার পক্ষে কাজ করবো।

সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ও সিলেট মহানগর যুব মহিলালীগের সভাপতি নাজিরা বেগম শীলা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা তরুণ প্রতিনিধিদের মূল্যায়ন করছেন। তাকে এবারের উপজেলা পরিষদ নির্বাচনে নৌকার মাঝি বানানো হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এদিকে উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে উপজেলা আওয়ামীলীগের বর্ধিত সভা আজ বুধবার সকাল ১১টায় উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে। এতে জেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন বলে জানা যায়। এ সভায় উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন বিষয় আলোচনা করা হবে।

গোলাপগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রফিক আহমদ বলেন, আজকের বর্ধিত সভায় জেলা আওয়ামী লীগের দায়িত্বশীলরা উপস্থিত থাকবেন। আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে আলোচনা হবে। আমরা আশা করছি গোলাপগঞ্জ উপজেলায় নৌকার বিজয় সুনিশ্চিত করতে সকল নেতাকর্মী ঐক্যবদ্ধ ভাবে কাজ করবে।

১১টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত প্রবাসী অধ্যুষিত গোলাপগঞ্জ উপজেলা গোলাপগঞ্জ উপজেলায় প্রায় সাড়ে তিন লক্ষ জনসংখ্যার মধ্যে মোট ভোটার সংখ্যা ২লক্ষ ২২হাজার ৫শত জন।

আপনার মন্তব্য

আলোচিত