মৌলভীবাজার প্রতিনিধি

১০ ফেব্রুয়ারি , ২০১৯ ০২:১২

মৌলভীবাজার জেলা যুবলীগের পূর্ণাঙ্গ কমিটি গঠন

মৌলভীবাজার জেলা যুবলীগের ১০১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন প্রদান করেছে কেন্দ্রীয় যুবলীগ। কেন্দ্রীয় যুবলীগের সভাপতি ওমর ফারুক চৌধুরী এবং সাধারন সম্পাদক হারুনুর রশিদ সাক্ষরিত বিজ্ঞপ্তিতে আগামী তিন বছরের জন্য এই কমিটি অনুমোদন দেন।

কমিটিতে সভাপতি : নাহিদ আহমদ, সহ- সভাপতি : বিকাশ ভৌমিক, মুজিবুর রহমান কাবুল, সৈয়দ সানজিদা সারমিন, মুজিবুর রহমান মুজিব, মহি উদ্দিন চৌধুরী ফাহিম, আনোয়ার হোসেন, এডভোকেট জাহাঙ্গীর আলম, শাহিন আহমদ, শামীম আহমদ, মো: নাজমুল হক সেলিম, সুজিত চন্দ্র দাস।

সাধারণ সম্পাদক : সৈয়দ রেজাউর রহমান সুমন।যুগ্ন সম্পাদক সৈয়দ সেলিম হক , পান্না দত্ত, আব্দুল মুমিত।

সাংগঠনিক সম্পাদক :সুমেষ দাশ যিশু, শেখ রুমেল আহমদ, কয়ছর আহমদ, হোসেন মো: ওয়াহিদ সৈকত, গৌছ উদ্দিন নিক্সন। প্রচার সম্পাদক: হাবিবুর রহমার রাজিব। দপ্তর সম্পাদক জুবায়ের আহমদ তপু। গ্রস্থনা ও প্রকাশনা সম্পাদক: গোলাম মোশারফ টিটু। অর্থ সম্পাদক: সন্দীপ দাস। শিক্ষা প্রশিক্ষন ও পাঠাগার বিষয়ক সম্পাদক: সাইফুল ইসলাম। আইন বিষয়ক সম্পাদক: এড. সঞ্জয় বিশ্বাস। ত্রাণ সম্পাদক: সঞ্জিত দাস। সমাজ কল্যান সম্পাদক: জাহেদুল ইসলাম মনু। বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক: ফরিদ আহমদ শাহিন। সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক: পুলক পুরকায়স্থ। স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক: ডা.সুমন কান্তি ধর। জনশক্তি ও কর্মসংস্থান সম্পাদক: শাহিনুর আহমদ উজ্জল। তথ্য ও গবেষণা সম্পাদক সেলিম আহমদ(আফিস বাজার)। ক্রীড়া সম্পাদক : মো: তাজুল ইসলাম(নোমান)। পরিবেশ বিষয়ক সম্পাদক: জুবের আহমদ। শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক: সৈয়দ নাজমুলুর রহমান। কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক: মুকুল দে। মুক্তিযুদ্ধ সম্পাদক:এম শামস আল নাহিয়ান শাত্তন। ধর্ম বিষয়ক সম্পাদক: আব্দুল আজিজ। মহিলা বিষয়ক সম্পাদক:শ্যামলী পুরকায়স্থ। উপ-প্রচার সম্পাদক : মনিরুজ্জামান তরফদার(ইমন)। উপ- দপ্তর সম্পাদক: তুষার আহমদ,বিজন দেব।সহ- সম্পাদক: খোকন পাল, এম সাইফুল ইসলাম খান, আবু সুফিয়ান, নুরুল হক, মো: উজ্জল, সৈয়দ হামিম আহমদ, সাব্বির রহমান তারেক, মো: নাজমুল হোসেন, শিমুল আহমদ চৌধুরী, শামীম আহমদ, রাজা আহমেদ রাসেল, মো:উমর ফারুক নোমান, দীপাংশু চন্দ্র লিটন, এস এম মিনার আহমদ, রিপন আহমদ শাকিল, সাদমান সাকিব, মো: জায়েদ হোসেন, মরিরুজ্জামান শিপু, মোস্তাফিজুর রহমান আজম, সিতার আহমদ।সদস্য:বদরুল ইসলাম বদও,ওবায়দুল রহমান ছালিক,মো: জুয়েল আহমদ(মেয়র কমলগঞ্জ),নুকুল দাস(রাজনগর),ওয়াহিদ আহমদ,মবশ্বির আহমদ,তাজুল ইসলাম তাজ,ময়নুল ইসলাম খান(রাজনগর),মো:মোশাহিদ আলী (কমলগঞ্জ),রিংকু চন্দ্র দাস(জুড়ি),সৈয়দ মঈন আলী,মোস্তাক আহমদ,আব্দুল মুহিত দিপু,কামরুল ইসলাম সোহান,মো: শাহজাহান,মুবিন রানা,ছালেহ আহমেদ জুয়েল(বড়লেখা),সৈয়দ নজরুল ইসলাম(কুলাউড়া),মুজিবুর রহমানর মুজিব,দিলদার মিয়া,মোশাহিদ আলম(আখাইলকুড়া),সেলিম আহমদ(আমতৈল),সাজ্জাদুর রহমান মনাই,তাহির আলী,সৈয়দ মুহিত আহমদ,নরুল ইসলাম জামাল(গিয়াসনগর),নরুল ইসলাম(আমতৈল),মো:সামছু্েদ্দাহা রুকন(রাজনগর),আনোয়ার হোসেন,আবু নাছির চৌধুরী রিপন,মুজিবুর রহমান জয়নাল(বড়লেখা),মাহমুদ উদ্দিন(রাজনগর),কামরুল ইসলাম মুন্না,বদরুল ইসলাম শিপু,হাসান আলী,অপু আহমদ,এডভোকেট তপন পাল তপু।

আপনার মন্তব্য

আলোচিত