সিকৃবি প্রতিনিধি

১৮ ফেব্রুয়ারি , ২০১৯ ১৪:৪২

সিকৃবিতে ৩ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেলের (আইকিউএসি) উদ্যোগে ৩ দিন ব্যাপী "Thesis and Technical Report Writing" শীর্ষক  প্রশিক্ষণ কর্মশালা সোমবার (১৮ ফেব্রুয়ারি) শুরু হয়েছে।

ভেটেরিনারি, এনিম্যাল ও বায়োমেডিক্যাল সায়েন্সেস অনুষদের কনফারেন্স রুমে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো: মতিয়ার রহমান হাওলাদার।

আইকিউএসির পরিচালক প্রফেসর ড. এএফএম সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন কোর্স কোঅরডিনেটর প্রফেসর ড. মো. আবু সাঈদ।

এ সময় ভেটেরিনারি, এনিম্যাল ও বায়োমেডিক্যাল সায়েন্সেস অনুষদের সকল বিভাগীয় চেয়ারম্যানগন উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের উদ্বোধন করে ড. মো. মতিয়ার রহমান বলেন,  "ছাত্র ছাত্রীদেরকে হাতে কলমে শিক্ষা গ্রহণ করতে হবে। তবেই তারা মাঠ পর্যায়ে অর্জিত জ্ঞান কাজে লাগাতে পারবে।"

প্রশিক্ষণে ভেটেরিনারি, এনিম্যাল ও বায়োমেডিক্যাল সায়েন্সেস অনুষদের এম.এস. পর্যায়ে অধ্যয়নরত ছাত্র-ছাত্রীরা অংশগ্রহণ করছেন।

আপনার মন্তব্য

আলোচিত