জুড়ী প্রতিনিধি

২১ ফেব্রুয়ারি , ২০১৯ ২০:৪৯

জুড়ীতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

মৌলভীবাজারের জুড়ীতে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস।

বৃহস্পতিবার (২১ ফেব্রুয়ারি) শহীদ দিবসের প্রথম প্রহরে  জুড়ী শিশু পার্ক  শহীদ মিনারে জুড়ী উপজেলা প্রশাসন প্রথম শ্রদ্ধাঞ্জলি অর্পণ করে। পরে ভোর থেকেই একে একে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা শহীদ মিনারে আসেন এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবসে সকল শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন।

পরে সকাল থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা শহীদ মিনারে আসেন এবং ফুলে ফুলে ভরে উঠে জুড়ী শিশু পার্ক শহীদ মিনারে।

সকল শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করে ১০ টায় মহান একুশে ফেব্রুয়ারি উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা শিল্পকলা একাডেমির আয়োজনে জুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা অসীম চন্দ্র বণিকের সভাপতিত্বে ২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবসের আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জুড়ী উপজেলা আওয়ামী লীগের আহবায়ক মুক্তিযোদ্ধা বদরুল হোসেন জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর হোসেন সরদার প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত