শ্রীমঙ্গল প্রতিনিধি

১৩ মার্চ, ২০১৯ ১৮:৩৪

শ্রীমঙ্গলে আচরণবিধি লঙ্ঘনের দায়ে ৩ প্রার্থীকে জরিমানা

নির্বাচনী আচরনবিধি লঙ্ঘনের অপরাধে মৌলভীবাজার শ্রীমঙ্গল উপজেলা নির্বাচনে অংশগ্রহনকারী ৩ প্রার্থীকে অর্থদণ্ড করেছেন ভ্রাম্যমান আদালত৷ দণ্ড প্রাপ্ত প্রার্থিদের মধ্যে আছেন ১ চেয়ারম্যান প্রার্থী, ১জন ভাইস চেয়ারম্যান, ১জন মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী।

বুধবার (১৩মার্চ) বিকেলে উপজেলার বিভিন্ন স্থানে শ্রীমঙ্গলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহিদুল আলমের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়। অভিযানকালে দেয়ালে পোস্টার লাগানোসহ নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে ৩ প্রার্থীকে বিভিন্ন অংকের অর্থদণ্ড করা হয়।

উপজেলা চেয়ারম্যান প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান রনধীর কুমার দেব (নৌকা) কে ১৫ হাজার টাকা, ভাইস চেয়ারম্যান প্রার্থী লিটন আহমেদ (টিউবওয়েল) কে ১০ হাজার টাকা,মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী শিরিন আক্তার (কলস) কে ১৪ হাজার টাকা জরিমানা করে সর্বমোট ৩৯ হাজার টাকা জরিমানা আদায় করা হয়৷

এ ব্যাপারে শ্রীমঙ্গলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহিদুল আলম বলেন, ‘আজ ৩ জন প্রার্থীকে নির্বাচনী আচরনবিধি লঙ্ঘনের দায়ে জরিমানা করা হয়েছে। নির্বাচন পর্যন্ত আমরা কঠোর মনিটরিং এ থাকবো এবং কেউ যাতে আচরনবিধি লঙ্ঘন করতে না পারে সেদিকে আমাদের নজর থাকবে৷

আপনার মন্তব্য

আলোচিত