সুনামগঞ্জ প্রতিনিধি

১৮ মার্চ, ২০১৯ ১৮:৪৬

সুনামগঞ্জে ইয়ং টাইগার্স জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্ট শুরু

সুনামগঞ্জে প্রাইম ব্যাংক ইয়ং টাইগার্স জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্ট ২০১৮-১৯ (বিভাগীয় পর্যায়) উদ্বোধন হয়েছে।

সোমবার(১৮ই মার্চ) সকাল সাড়ে নয়টায় সুনামগঞ্জ জেলা স্টেডিয়ামে টুর্নামেন্ট উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. আব্দুল আহাদ।

এসময় জেলা প্রশাসক মো. আব্দুল আহাদ বলেন, তরুন সমাজকে মাদক থেকে রক্ষায় খেলাধুলার বিকল্প নেই। লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা করা প্রয়োজন। খেলাধুলা করলে মন ভালো থাকে। বর্তমান ছেলে-মেয়েরা ডিজিটাল গেমে আসক্ত হয়ে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকির মধ্যে আছে। ফুটবল, কাবাডি, দাড়িয়াবান্দা, কানামাছি এসব খেলাধুলার বেশি প্রচলন ঘটাতে হবে। বিদ্যালয়ের শারিরীক শিক্ষকদের এক্ষেত্রে ভূমিকা রাখতে হবে। ছেলে-মেয়েদের খেলাধুলার জন্য খেলার মাঠের ব্যবস্থা করছে সরকার।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়োজনে এবং সুনামগঞ্জ ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় উদ্বোধনী অনুষ্ঠানে  সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি শরীফুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সহসভাপতি পারভেজ আহমদ চৌধুরী। অনুষ্ঠান সঞ্চালনা করেন আহমদ রাসেল।

এ সময় আরো উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক দেওয়ান ইমদাদ রেজা চৌধুরী, অতিরিক্ত সাধারণ সম্পাদক মো.রেজওয়ানুল হক রাজা, পৌর প্যানেল মেয়র হোসেন আহমদ রাসেল, বাংলাদেশ শিক্ষক কর্মচারী ফোরামের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাংগঠনিক সম্পাদক মো.রুহুল আমিন, কার্যনিবার্হী সদস্য মো.মুক্তাদির হোসেন, মো.নাজির আহমদ চৌধুরী, সিরাজুর রহমান সিরাজ, সেজুল আহমদ, মো.ইকবাল হোসেন, আব্দুল্লাহ আল নোমান, জুনেল আহমদ রাজরান, সঞ্চিতা চেধুরী প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত