শ্রীমঙ্গল প্রতিনিধি

১৮ মার্চ, ২০১৯ ২৩:৪৬

শ্রীমঙ্গলে জিতলেন যারা

উপজেলা পরিষদ নির্বাচন


কম ভোটার উপস্থিতির মধ্য দিয়ে শেষ হলো শ্রীমঙ্গল উপজেলা পরিষদ নির্বাচন। চেয়ারম্যান পদে নৌকা মার্কা প্রতীক নিয়ে জয়লাভ করেছেন গত দুইবারের বিজয়ী রনধীর কুমার দেব। ভাইস চেয়ারম্যান পদে তালা মার্কা প্রতীক নিয়ে টানা দ্বিতীয়বারের মতো জয়লাভ করেছেন সাগর হাজরা। এদিকে মহিলা ভাইস চেয়ারম্যান পদে পদ্ম ফুল প্রতীক নিয়ে নির্বাচিত হয়েছেন মিতালী দত্ত।

কে কত ভোট পেলেন:
চেয়ারম্যান পদে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী রনধীর কুমার দেব নৌকা প্রতীক নিয়ে পেয়েছেন ৫১ হাজার ৪৮২ ভোট,তার নিকটতম ছিলেন স্বতন্ত্র প্রার্থী আফজল হক,তিনি আনারস প্রতীক নিয়ে পেয়েছেন ১৪ হাজার ৪৩৮ ভোট৷ তৃতীয় হয়েছেন জাকের পার্টি মনোনীত প্রার্থী আব্দুল কাইয়ুম,গোলাপ ফুল প্রতীক নিয়ে তিনি পেয়েছেন ৪ হাজার ৪শ ২২ ভোট৷

ভাইস চেয়ারম্যান পদে জয়লাভ করেছেন বর্তমান ভাইস চেয়ারম্যান প্রেমসাগর হাজরা,তালা প্রতীক নিয়ে তিনি পেয়েছেন ৩১ হাজার ৮শ২৯ ভোট তার নিকটতম ছিলেন টিউবওয়েল প্রতীকের লিটন আহমেদ,তিনি পেয়েছেন ১২হাজার ৪শ ৬১ ভোট৷ বাল্ব প্রতীকের পরিমল দাশ পেয়েছেন ৮হাজার ৬শ ৩৪ ভোট,বই প্রতীকের এনাম হোসেন চৌধুরী পেয়েছেন ৯হাজার ৪শ৬ ভোট,মাইক প্রতীকের এম এ রহিম নোমানী পেয়েছেন ৫হাজার ২শ ৯৩ ভোট ও টিয়াপাখি প্রতীকের হাসানুল হক দুলাল পেয়েছেন ৫হাজার ৪০ ভোট৷

মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন মিতালী দত্ত,তিনি পদ্মফুল প্রতীক নিয়ে পেয়েছেন ২৮হাজার ৭শ ৬১ ভোট তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন হাঁস প্রতীকের হাজের খাতুন, তিনি পেয়েছেন ২০হাজার ৮শ ৬৮ ভোট ৷এছাড়াও কলস প্রতীক নিয়ে শিরিন আক্তার পেয়েছেন ১১ হাজার ৩শ৫৬ ভোট এবং ফুটবল প্রতীক নিয়ে হেলেনা চৌধুরী পেয়েছেন ৭ হাজার ৫শ ৬ ভোট৷

উল্লেখ্য, এবার শ্রীমঙ্গল উপজেলার ৮০টি ভোট কেন্দ্রের ৫৫১টি বুথে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। মোট ভোটার সংখ্যা ছিলো ২,১৯,৫৫০।

আপনার মন্তব্য

আলোচিত