গোয়াইনঘাট প্রতিনিধি

২৬ মার্চ, ২০১৯ ১৭:৫৭

নানা আয়োজনে গোয়াইনঘাটে স্বাধীনতা দিবস উদযাপন

সারা দেশের ন্যায় সিলেটের গোয়াইনঘাটেও মহান স্বাধীনতা দিবস উদযাপন করা হয়েছে ।

মঙ্গলবার (২৬ মার্চ) সূর্যোদয়ের সাথে সাথে উপজেলা শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পনের মধ্য দিয়ে দিবসের কর্মসূচী আরম্ভ হয়।

উপজেলা নির্বাহী অফিসার বিশ্বজিৎ কুমার পাল, সহকারী কমিশনার (ভূমি) আশিকুর রহমান চৌধুরী, থানা অফিসার ইনচার্জ আব্দুল জলিলসহ প্রশাসনের পদস্থ কর্মকর্তারা শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন করেন।

পরে সকাল ১০টা স্বাধীনতা দিবস উপলক্ষে বর্নাঢ্য র‌্যালী উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

সাড়ে ১০ টায় গোয়াইনঘাট সরকারী মডেল উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে পুলিশ,আনসার এবং স্কাউট কাব দলের অংশগ্রহণে এক বর্নাঢ্য কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। ১১টায় স্কুল কলেজসহ বিভিন্ন বিদ্যাপিঠের শিক্ষার্থীদের অংশগ্রহণে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

ইসলামি ফাউন্ডেশন গোয়াইনঘাটের আয়োজনে সাড়ে ১১ টায় উপজেলা সম্মেলন কক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বেলা ১২টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা চত্তরে গোয়াইনঘাটের মুক্তিযোদ্ধা এবং শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা দেয়া হয়। মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সংবর্ধনা অনুষ্ঠানে অভ্যাগতদের মধ্যে রজনীগন্ধা গোলাপসহ বিভিন্ন ধরনের ফুলের তোড়া উপহার দেওয়া হয়।

গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার বিশ্বজিৎ কুমার পালের সভাপতিত্বে ও সহকারী কমিশনার (ভূমি) আশিকুর রহমান চৌধুরীর পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন গোয়াইনঘাটের নব-নির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান ফারুক আহমদ, থানা অফিসার ইনচার্জ মো. আব্দুল জলিল,উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. ইব্রাহীম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আব্দুল হক, নব-নির্বাচিত ভাইস চেয়ারম্যান মাওলানা গোলাম আম্বিয়া কয়েছ, মহিলা ভাইস চেয়ারম্যান আফিয়া বেগম প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত