সুনামগঞ্জ প্রতিনিধি

১০ মে, ২০১৯ ১২:১১

সীমান্তে অভিনব পদ্ধতিতে গোমাংসের চোরাচালান, ৪০ কেজি জব্দ

সুনামগঞ্জ সীমান্তে এবার অভিনব পদ্ধতিতে জবাইকৃত গরুর মাংস চোরাচালানের মাধ্যমে নিয়ে আসার পথে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) টহল দল আটক করেছে।

বর্ডার গার্ড ব্যাটালিয়ন বিজিবির সুনামগঞ্জ অঞ্চলের দোয়ারাবাজারের বাঁশতলায় বুধবার (৮ মে) দুপুরে চারটি বস্তা ভর্তি প্রায় ৪০ কেজি গরুর মাংস জব্দ করেছে স্থানীয় বিজিবির টহল দল।

বৃহস্পতিবার (৯ মে) ব্যাটালিয়ন অধিনায়ক লে.কর্নেল মাকসুদুল আলম জানান, সীমান্তের ওপার থেকে ভোররাতে কসাই পাঠিয়ে ভারতের অভ্যন্তরে ওপারের চোরাচালানিদের সহায়তায় কয়েকটি গরু জবাই করা হয়। এরপর চোরাকারবারিরা সময় সুযোগ বুঝে ধাপে ধাপে জবাইকৃত মাংস চোরাই পথে বিজিবির নজর এড়িয়ে এপারে নিয়ে আসার জন্য বুধবার সকাল থেকে তৎপর হয়ে উঠে।

দোয়ারাবাজারের বাঁশতলা বিজিবির বিওপির ক্যাম্প কমান্ডার হাবিলদার আসলামের নেতৃত্বে একদল চৌকস বিজিবির সদস্য চারটি বস্তা ভর্তি গরুর মাংসের চালান আটক করে।

জব্দকৃত চোরাই গরুর মাংস স্থানীয় চেয়ারম্যান, মেম্বার ও গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে দুর্গন্ধরোধে কেরোসিন ঢেলে মাটি চাপা দেয়া হয়।

আপনার মন্তব্য

আলোচিত