নিজস্ব প্রতিবেদক

১৩ মে, ২০১৯ ০২:১১

নারী চিকিৎসকের মৃত্যুতে হত্যা মামলা, স্বামীসহ ৩ জন কারাগারে

সিলেট নগরীর পশ্চিম পাঠানটুলায় ডা. প্রিয়াংকা তালুকদার শান্তা (২৯)-এর মৃত্যুতে হত্যা মামলা দায়ের করেছে তাঁর পরিবার। শান্তার বাবা হৃষিকেশ তালকদার বাদি হয়ে নগরীর জালালাবাদ থানায় রোববার সন্ধ্যায় এ মামলা দায়ের করেন।

মামলা দায়েরের আগেই পুলিশ প্রিয়াংকার স্বামী স্থপতি দিবাকর দেব কল্লোল, শ্বশুর সুভাষ চন্দ্র দেব ও শাশুড়ি রত্না রানী দেবকে আটক করে।  হত্যার অভিযোগে প্রিয়াংকার বাবা মামলা দায়েরের পর পুলিশ আটকদের হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে।

এরআগে রবিবার (১২ মে) দুপুরে নগরের পাঠানটুলা পল্লবি ‘সি’ ব্লকের ২৫ নম্বর বাসা থেকে ডা. প্রিয়াংকার লাশের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।

জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন উর রশিদ জানান, ডা. প্রিয়াংকা সিলেট পার্ক ভিউ মেডিক্যাল কলেজের ফিজিওলজি বিভাগের প্রভাষক। তার তিন বছরের একটি মেয়ে সন্তান আছে। পরিকল্পিতভাবে হত্যার অভিযোগে জালালাবাদ থানায় প্রিয়াংকার বাবা হৃষিকেশ দাস বাদী হয়ে মামলা দায়ের করলে আটকদের গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে।

ওসি আরও জানান, নিহতের ময়নাতদন্ত শেষে রবিবার বিকালেই পরিবারের কাছে লাশ হস্তান্তর করেছে পুলিশ। ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর বিস্তারিত জানা যাবে।  

শান্তার বাবা হৃষিকেশ তালকদার অভিযোগ করেন স্বামীসহ শ্বশুর বাড়ির লোকের পরিকল্পিতভাবে তার মেয়েকে হত্যা করেছেন।

আপনার মন্তব্য

আলোচিত