ছাতক প্রতিনিধি

১৬ মে, ২০১৯ ০১:১০

ছাতকের চরমহল্লায় নিরবিচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে মানববন্ধন

নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবি ও লোডশেডিংয়ের নামে বিদ্যুৎ বিভ্রাটের প্রতিবাদে ছাতকের চরমহল্লা ইউনিয়নবাসীর উদ্যোগে বুধবার (১৫মে) বিকেলে ইউনিয়নের চরচৌড়াই- আশাকাছর পয়েন্টে এক মানবন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

বিকেল ২টা থেকে ৩টা পর্যন্ত ছাতক-জাউয়া সড়কের চরচৌরাই পয়েন্টে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। ইউনিয়ন আ’লীগের সভাপতি মতিউর রহমানের সভাপতিত্বে ও মাষ্টার কবিরুল ইসলাম এবং ছাত্রনেতা রুয়েল আহমদ তালুকদার’র যৌথ পরিচালনায় মানববন্ধন চলাকালে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, সাবেক চেয়ারম্যান মুক্তিযোদ্ধা কদর মিয়া, ইউপি সদস্য হুশিয়ার আলী, আলী আহমদ, আ’লীগনেতা আব্দুল হাই, হাজী জমিরুল ইসলাম, সমুজ আলী, কালা মিয়া, ব্যবসায়ী সুনা মিয়া, সাইদুল হক সবজিল, ইউনিয়ন আওয়ামীলীগ নেতা মতিউর রহমান, আলহাজ্ব জসিম তালুকদার, আকল আলী, সাবেক মেম্বার আজিজুর রহমান, হান্নান মিয়া, দুদু মিয়া, আশুক মিয়া, ময়নুল হক ময়না, আব্দুল হামিদ, ব্যবসায়ী জয়নুল আবেদীন, ফারুক মিয়া, আজাদ মিয়া, মুহিবুর রহমান গেদা, ইলিয়াছ আহমদ, আব্দুল করিম, আব্দুল মালিক, লাল মিয়া, শিক্ষক আমির আলী, ব্যবসায়ী শাহ জাহান হক, ইউনিয়ন যুবলীগের আহবায়ক লাল মিয়া, যুবলীগ নেতা আবুল হাসনাত, উমর আলী, আমির হোসেন আলী, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ইব্রাহিম আলী, ছাত্রলীগনেতা নাজমুল ইসলাম,আফজাল, মাসুক, জাহেদ, সাদিক, মাহবুব প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত