কমলগঞ্জ প্রতিনিধি

১৬ মে, ২০১৯ ২১:২৩

কমলগঞ্জে ইপিআই ই-ট্র্যাকার প্রশিক্ষণ

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে ইপিআই ই-ট্র্যাকার প্রশিক্ষণ শুরু হয়েছে। মাঠ পর্যায়ের স্বাস্থ্য সহকারী, সহ স্বাস্থ্য পরিদর্শক, মেডিকেল টেকনোলজিস্ট (ইপিআই) ও পরিসংখ্যানবিদসহ মোট ৫৫ জন প্রশিক্ষণার্থী এই প্রশিক্ষণ কর্মশালায় অংশ নিচ্ছেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে গত ১৪ মে থেকে ১৬ মে পর্যন্ত ১ম ব্যাচে ২৮ জন অংশ নেন এবং ১৯ মে থেকে ২১ মে পর্যন্ত ২য় ব্যাচে ২৭ জন প্রশিক্ষণার্থী অংশ নিবেন।

বৃহস্পতিবার প্রশিক্ষণ কর্মশালার ১ম ব্যাচের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তর এর আইইসি এন্ড বিসিসি, ইপিআই এর ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার ডা. রেজাউর রহমান খান।

কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. এবিএম সাজেদুল কবিরের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন স্বাস্থ্য অধিদপ্তর এর ইপিআই এন্ড সারভেইল্যান্সের কোল্ড চেইন ইঞ্জিনিয়ার মো. মেসবাহুল হক, ইউনিসেফ বাংলাদেশ এর হেলথ অফিসার ডা. জাহিদ হাসান।

আপনার মন্তব্য

আলোচিত