নিজস্ব প্রতিবেদক

২০ মে, ২০১৯ ২১:৪৬

ফিজা ও রসমেলায় অধিক দামে পণ্য বিক্রি, জরিমানা

ফাইল ছবি

সিলেট নগরীতে ভেজালবিরোধী অভিযান চালিয়ে মিস্টি ও বেকারিজ উৎপাদনকারী প্রতিষ্ঠান ফিজা ও রসমেলাকে জরিমানা করিয়েছে ভ্রাম্যমান আদালত। অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য সংরক্ষণ ও পণ্যের মূল্য বেশি রাখায় প্রতিষ্ঠান দুটিকে জরিমানা করা হয়।

সোমবার বিকেল ৩টায় নগরীর শিবগঞ্জ এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহিনা আক্তার এ অভিযান পরিচালনা করেন।

অভিযানে খাদ্য উৎপাদনকারী ফিজা ও রসমেলায় অভিযান চালিয়ে জরিমানা আদায় করেন ভ্রাম্যমান আদালত।

শিবগঞ্জস্থ ফিজার শো-রুমে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি সংরক্ষণ ও পণ্যের মূল্য বেশি রাখায় ভোক্তা অধিকার আইনে ৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

এছাড়াও রসমেলায় নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে খেজুর বিক্রি করায় ভোক্তা অধিকার আইনে ৪ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালত।

আপনার মন্তব্য

আলোচিত