সিলেটটুডে ডেস্ক

১৫ জুলাই, ২০১৯ ১৭:১৭

এরশাদের মরদেহ উন্মুক্ত স্থানে দাফনের দাবিতে সিলেটে মানববন্ধন

জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের মরদেহ ঢাকার উন্মুক্ত স্থানে দাফনের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৫ জুলাই) দুপুর ২টায় সিলেট নগরের সুরমা মার্কেটস্থ কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের দাফন নিয়ে ষড়যন্ত্র চলবে না। তারা হুসেইন মুহাম্মদ এরশাদের মরদেহ ঢাকার উন্মুক্ত স্থানে দাফন করতে দলীয় কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও সরকারের কাছে জোর দাবি জানান।

জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক সৈয়দ আহমদ আলীর সভাপতিত্বে ও মহানগর জাতীয় পার্টির সদস্য মুর্শেদ খানের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য দেন, মহানগর শ্রমিক পার্টির আহবায়ক এম বরকত আলী, মহানগর শ্রমিক পার্টির যুগ্ম আহবায়ক তিতাস খান, ছাত্র সমাজের আহবায়ক জয়নুল আবেদিন, সিলেট জেলা শ্রমিক পার্টির সভাপতি শাহাজাহান সিরাজ, বাচ্চু আহমেদ, সৈয়দ আব্দুল্লাহ আল হাসান, কুটি মিয়া, রহমত উল্লাহ মাস্টার, রইছ আলী, ফালিক আহমেদ হেলাল, সেলিম আহমেদ, বাবলা, জুবের আহমদ, ছালিক আহমদ, মাহমুদল আম্বিয়া, মুয়নুল হক, মাওলানা আব্দুস শহিদ, শামছুজ্জামান লাভলু, সদস্য সচিব কাজী মোস্তাক আহমদ।

সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন, দেলোয়ার হোসেন, জীবন আহমদ, জাকারিয়া আহমদ জাক্কু, মোহাম্মদ আলি, রাজা আহমদ, সুমন আহমদ, ফজল আহমদ, মনসুর আহমদ, আয়নুল হক আনু, কামরুল ইসলাম, রিপন আহমদ, সিরাজ উদ্দিন, আব্দুল আহাদ, কুদ্দুস আলি, জুবের আহমদ, আব্দুল মনাফ, ফজির আহমদ, লিটন আহমদ, জাকির হোসেন,আনছার আলী, ছাদিক আহমদ, জুনেদ আহমদ।

আপনার মন্তব্য

আলোচিত