নিজস্ব প্রতিবেদক

২৩ আগস্ট, ২০১৯ ১৭:৫৩

জন্মাষ্টমীতে সিলেটে বর্ণাঢ্য শোভাযাত্রা

সিলেটে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে পালিত হচ্ছে শ্রীকৃষ্ণের জন্মতিথি জন্মাষ্টমী। এ উপলক্ষ্যে সকালে নগরীতে বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করে জন্মাষ্টমী উপদযাপন পরিষদ।

শুক্রবার সকালে শোভাযাত্রাটি শ্রী শ্রী মহাপ্রভু জিউর মন্দির মুনিপুরী রাজবাড়ী থেকে শুরু হয়ে নগরীর বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ শেষে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী আশ্রমে গিয়ে শেষ হয়।

নগরীর বিভিন্ন মন্দির, এলাকা থেকেও এ উপলক্ষ্যে পৃথক শোভাযাত্রা বের হয়।

এছাড়া বিভিন্ন মন্দিরে গীতাযজ্ঞ, কৃষ্ণপূজা, আলোচনাসভা, কীর্তন ও প্রসাদ বিতরণের মধ্য দিয়ে জন্মাষ্টমী পালন করছেন হিন্দু ধর্মাবলম্বীরা।

আপনার মন্তব্য

আলোচিত