ওসমানীনগর প্রতিনিধি

১০ সেপ্টেম্বর, ২০১৯ ১৬:০৮

তাজিয়া মিছিলের প্রস্তুতিতে দুপক্ষের সংঘর্ষ ঠেকাতে গিয়ে ‘হৃদরোগে’ বৃদ্ধের মৃত্যু

সিলেটের ওসমানীনগরে পবিত্র আশুরা পালনের জন্য তাজিয়া মিছিলের জিনিসপত্র নিয়ে মাজারে যাওয়ার পথে একই গ্রামের দুই বাড়ির লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় সংঘর্ষ ঠেকাতে হৃদরোগে আক্রান্ত হয়ে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

সোমবার (৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার নিজ করনসী দক্ষিণ পাড়ায় এ ঘটনা ঘটে।

সংঘর্ষে আহত হয়েছেন আরও দুজন। আহতদের মধ্যে একজনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, তাজিয়া মিছিলের জন্য প্রস্তুত করা জিনিসপত্র নিয়ে স্থানীয় একটি মাজারে যাওয়ার পথে একই গ্রামের রশিদ মিয়া ও খালিক মিয়ার ছেলের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে উভয়ের সাথে থাকা লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় খালিক মিয়া সংঘর্ষ থামাতে এগিয়ে আসলে আচমকা তিনি অচেতন হয়ে মাটিতে পড়ে যান।

এ সময় স্থানীয় লোকজন তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ওসমানীনগর থানার ওসি আল মামুন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল করেছে। মৃত খালিক মিয়ার শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।

তিনি আরও বলেন, যেহেতু অভিযোগ উঠেছে, তাই মরদেহ ময়নাতদন্ত করা হয়েছে। রিপোর্ট পাওয়া গেলে বিস্তারিত জানা যাবে।

আপনার মন্তব্য

আলোচিত