জৈন্তাপুর প্রতিনিধি

১৩ সেপ্টেম্বর, ২০১৯ ২২:৪৪

জৈন্তাপুরে বিজিবির অভিযানে ১৭টি ভারতীয় গরু আটক

সিলেটের জৈন্তাপুর সীমান্তের লালাখাল বাঘছড়া থেকে ১৯ বিজিবি‘র টহল টিম ১৭টি ভারতীয় গরু আটক করেছে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, রাতভর লালাখাল সীমান্তের লালাখাল, আফিফানগর, তুমইর বাঘছড়া ও বালীদাঁড়া দিয়ে প্রতিদিন রাতে শতাধিক ভারতীয় গরু চোরাই পথে বাংলাদেশে প্রবেশ করছে। বিজিবি মাঝেমধ্যে অভিযান পরিচালনা করলেও চোরাকারবারীরা তা তোয়াক্কা না করেই তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

১৯ বিজিবি’র লালাখাল ক্যাম্প টহল টিম বৃহস্পতিবার দিবাগত রাত ৩টায় বাঘছড়া এলাকায় অভিযান পরিচালনা করে ১৭টি গরু আটক করে ক্যাম্পে নিয়ে আসে।

এলাকাবাসী আরও জানান, বিজিব’র হাতে আটককৃত ১৭টি গরু লালাখাল চেরাকারবারী দলের সদস্য এলাকার রহিম উদ্দিন ও মানিকপাড়া বিলাল উদ্দিনের ও জালাল উদ্দিন ও মাসুক আহমদ।
 
বিজিবি’র কমান্ডিং অফিসার লে. কর্ণেল সাঈদ আহমদ গরু আটকের বিষয় নিশ্চিত করে জানান, লালাখাল সীমান্ত এলাকা অনেক দূর্গম। বিজিবি’র টহল টিম এসব দূর্গম এলাকায় নানা প্রতিকুলতার মধ্যে অভিযান করে একের পর এক গরুর চালান আটক করে যাচ্ছে।

আপনার মন্তব্য

আলোচিত