ছাতক প্রতিনিধি

১৫ অক্টোবর, ২০১৯ ১৬:০৫

ছাতকে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

সুনামগঞ্জের ছাতকে জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর ২০১৯ ও বিশ্ব হাত ধোয়া দিবস পালন করা হয়েছে।

মঙ্গলবার (১৫ অক্টোবর) সকালে উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে স্যানিটেশন মাস ও হাত ধোয়া দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা, আনুষ্ঠানিকভাবে হাত ধোয়া ও উপজেলা পরিষদ চত্বর পরিষ্কার-পরিচ্ছন্ন এবং এ উপলক্ষে আয়োজিত কুইজ প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

র‍্যালি শেষে উপজেলা অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. গোলাম কবিরের সভাপতিত্বে ও ইউআরসি ইন্সট্রাক্টর মোস্তফা আহসান হাবীবের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ফজলুর রহমান।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) তাপস শীল, উপজেলা ভাইস চেয়ারম্যান আবু সাদাত মো. লাহিন মিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান লিপি বেগম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা পুলিন চন্দ্র রায়, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মানিক চন্দ্র দাস, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক সৈয়দ আহমদ।

বক্তব্য রাখেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহবুব রহমান, সমাজসেবা কর্মকর্তা শফিকুল ইসলাম, ছাতক সরকারি মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক মঈনুল হোসেন চৌধুরী, গোবিন্দগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতাউর রহমান, সমতা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসির উদ্দিন।

সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মিজানুর রহমান। সভার শুরুতে কোরআন তেলাওয়াত করেন শিক্ষক ইমাদ উদ্দিন মানিক।

আপনার মন্তব্য

আলোচিত