কানাইঘাট প্রতিনিধি

০৬ নভেম্বর, ২০১৯ ০০:০২

কানাইঘাটে ব্যাগের ভেতর থেকে জীবিত নবজাতক উদ্ধার

সিলেটের কানাইঘাটে একটি কাপড়ের ব্যাগের মধ্যে থাকা এক জীবিত নবজাতককে উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (৫ নভেম্বর) সকাল সাড়ে ৬ টার দিকে উপজেলার দিঘীরপার পূর্ব ইউপির কটালপুর ব্রিজের পাশ থেকে নবজাতকটি উদ্ধার করা হয়।

উদ্ধারের পর নবজাতকটির আশ্রয় মিলেছে একই এলাকার শরীফ উদ্দিনের স্ত্রী খালেদা বেগমের কাছে। তিনিই নবজাতকটিকে কাপড়ের ব্যাগের ভিতর থেকে জীবিত উদ্ধার করেন।

এ ব্যাপারে সাজনা বেগম বলেন, ‘নিষ্পাপ বাচ্চাটির কোন অভিভাবক না পাওয়ায় আমি তাকে আমার নিজ সন্তানের মতো লালন পালন করে প্রকৃত মানুষ হিসাবে গড়ে তুলব।’

এদিকে নবজাতক শিশুটির প্রকৃত মা-বাবার সন্ধান পাওয়া যায়নি এ প্রতিবেদন লিখা পর্যন্ত। কার কোলে জন্ম হয়েছিল তা খোঁজে পাওয়া যায়নি।

প্রসঙ্গত, এর পূর্বে গত মাসে উপজেলার ২নং লক্ষীপ্রসাদ পশ্চিম ইউপির একটি বাড়ীর সামনে আরেকটি মৃত নবজাতককে পাওয়া গিয়েছিল। উক্ত দুটি নবজাতক উদ্ধারের ঘটনায় উপজেলা জুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত