জৈন্তাপুর প্রতিনিধি

১১ নভেম্বর, ২০১৯ ২২:৫১

জৈন্তাপুরে লাগসই প্রযুক্তি শীর্ষক সেমিনার

সিলেটের জৈন্তাপুর উপজেলায় স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ, সম্প্রসারণ শীর্ষক দুই দিনব্যাপী সেমিনার ও প্রদর্শনী মেলা অনুষ্ঠিত হয়।

সোমবার (১১ নভেম্বর) উপজেলা পরিষদ চত্বরে মেলার উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও তথ্য সারমিন সুলতানা।

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আয়োজনে এবং উপজেলা প্রশাসনের বাস্তবায়নে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মৌরীন করিমের সভাপতিতে ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সুলাইমান হোসেন’র পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা এ কে আজাদ ভূঁইয়া।

উপস্থিত ছিলেন ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. আহসান হাবিব, ড. মাহবুবুর রহমান, মোসারফ হোসেন, মো. আসাদুল্লাহ আসাদ, মো. মাহফুজুল হাসান, ড. সুলতানা আঞ্জুমানা আরা খানম।

এছাড়া আরো উপস্থিত ছিলেন জৈন্তাপুর প্রেস ক্লাবের সভাপতি উপাধ্যক্ষ শাহেদ আহমদ, জৈন্তাপুর সাইট্রাস গবেষণা কেন্দ্রের সহকারী বৈজ্ঞানিক কর্মকর্তা জোটন চন্দ্র সরকার, উপজেলা তথ্য সেবা কর্মকর্তা তাসলিমা ফেরদৌসী মণি, উপজেলা একাডেমিক সুপারভাইজার আজিজুল হক খোকন, জৈন্তাপুর প্রেস ক্লাবের সহ-সভাপতি আব্দুল হালিম প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত