নিজস্ব প্রতিবেদক

১৬ নভেম্বর, ২০১৯ ১৫:৪৬

সুনামগঞ্জে জনসন কোম্পানির চোরাইমালসহ আটক এক

সুনামগঞ্জের সদরে চোরাইকৃত মার্কিন বহুজাতিক কোম্পানি জনসন অ্যান্ড জনসন কোম্পানির তৈরি বিপুল পরিমাণ বেবি সাবান ও বেবি লোশনসহ জহির খন্দকার (৩৮) নামে এক ব্যক্তিকে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯ (র‍্যাব)।

শুক্রবার (১৫ নভেম্বর) রাত ১১টার দিকে সুনামগঞ্জের সদরের দক্ষিণ ডলুরা এলাকা থেকে তাকে আটক করে র‍্যাব-৯ এর সিপিসি-৩ (সুনামগঞ্জ ক্যাম্প) এর একটি দল।

আটককৃত জহির খন্দকার শরীয়তপুরের সখিপুর থানার মুন্সিকান্দি গ্রামের মৃত আলী হোসেন খন্দকারের পুত্র।

শনিবার (১৬ নভেম্বর) দুপুরে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া অফিসার) মো. মনিরুজ্জামান স্বাক্ষরিত ও গণমাধ্যমে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র‍্যাব-৯।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯ সুনামগঞ্জ ক্যাম্পের লে. কমান্ডার ফয়সল আহমদের নেতৃত্বে সুনামগঞ্জের সদরের দক্ষিণ ডলুরা এলাকায় চলা অভিযানে তালেবের খেয়াঘাট পাড় থেকে জনসন অ্যান্ড জনসন কোম্পানির তৈরি চোরাই ২ হাজার ২৭৪ পিস বেবি লোশন ও ১ হাজার ৮০ পিস বেবি সাবানসহ জহির খন্দকারকে আটক করা হয়।

আটকের পর উদ্ধারকৃত আলামতসহ তাকে সুনামগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানায় র‍্যাব-৯।

আপনার মন্তব্য

আলোচিত