বাহুবল সংবাদদাতা

০৪ ডিসেম্বর, ২০১৯ ১৮:১৯

বাহুবলে ঘুষ গ্রহণের দায়ে ইউপি সদস্যসহ দুই নারীর কারাদণ্ড

হবিগঞ্জের বাহুবলে ঘুষ গ্রহণ করার দায়ে নারী সহযোগীসহ এক নারী ইউপি সদস্যকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন মোবাইল কোর্ট।

বুধবার (৪ ডিসেম্বর) বিকেল ৩টায় মোবাইল কোর্ট পরিচালনা করেন বাহুবল উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আয়েশা হক।

দণ্ডপ্রাপ্ত ইউপি সদস্য বাহুবল সদর ইউনিয়নের ৩, ৪ ও ৫ নং ওয়ার্ডের সদস্য আলফা বেগম। তিনি বড়িউরি গ্রামের জালাল মিয়ার স্ত্রী। তার সহযোগী ফাতেমা বিবি ভেড়াখাল গ্রামের বাসিন্দা।

জানা যায়, বুধবার সকালে বয়স্ক ভাতার টাকা তুলে দেয়ার কথা বলে ফাতেমা বিবি ও ইউপি সদস্য এক নারীর কাছ থেকে ৪ হাজার ৮শ টাকার ঘুষ গ্রহণ করে। এমন সময় অভিযোগের প্রেক্ষিতে পুলিশ হাতেনাতে তাদেরকে আটক করে।

পরে বিকেলে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আয়েশা হক এর নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করে তাদেরকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

বাহুবল মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) আলমগীর হোসেন বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন দণ্ডপ্রাপ্ত ইউপি সদস্য সহ দুই নারীকে কারাগারে প্রেরণ করা হয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত