কমলগঞ্জ প্রতিনিধি

১১ ডিসেম্বর, ২০১৯ ১৭:২৪

কমলগঞ্জে টিসিবির পেঁয়াজ নিতে ক্রেতাদের দীর্ঘ লাইন

টিসিবির মাত্র দুই কেজি পেঁয়াজ কেনার জন্য মৌলভীবাজারের কমলগঞ্জে ঢল নেমেছে ক্রেতাদের।

বুধবার (১১ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টায় কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আশেকুল হকের উপস্থিতিতে এ পেঁয়াজ বিক্রি করা শুরু হয়।

কমলগঞ্জ উপজেলা প্রশাসনিক ভবনের সামনে দীর্ঘ লম্বা দুই লাইনে দাঁড়িয়ে টিসিবির পেঁয়াজ কিনেছেন ক্রেতারা। পেঁয়াজ ক্রেতারা সংখ্যা বেশি থাকার কারণে তাদের সামাল দিতে পুলিশ সদস্যদেরও বেগ পেতে হয়। তবে শেষ পর্যন্ত পুলিশের উপস্থিতিতে শান্তিপূর্ণ পরিবেশে পেঁয়াজ কিনে বাড়ি ফিরেছেন ক্রেতারা।

টিসিবির পেঁয়াজ কিনতে আসা আবুল কাসেম ও কাজী মাওলানা আলম চৌধুরী জানান, বাজারে ১৮০ টাকা থেকে ২০০ টাকা করে পেঁয়াজ বিক্রি হচ্ছে। সরকারিভাবে টিসিবির পেঁয়াজ কম দামে বিক্রি হবে শুনেছি। তাই দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থেকে অবশেষে দুই কেজি পেঁয়াজ কিনেছি। কষ্ট হলেও ৪৫ টাকায় পেঁয়াজ কিনতে পেরে ভালো লাগছে।

কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশেকুল হক বলেন, তিন টন পেঁয়াজ বরাদ্দ পেয়েছি। মানুষ শান্তিপূর্ণ পরিবেশে জনপ্রতি দুই কেজি করে টিসিবির পেঁয়াজ কিনেছেন। টিসিবির পেঁয়াজ আরো বরাদ্দ বাড়ানোর জন্য আমরা চেষ্টা করব।

আপনার মন্তব্য

আলোচিত