জৈন্তাপুর প্রতিনিধি

১২ ডিসেম্বর, ২০১৯ ১৯:০৪

জৈন্তাপুরে সরকারি ভাবে ধান ক্রয়ের আনুষ্ঠানিক উদ্বোধন

সিলেটের জৈন্তাপুরে সরকারি ভাবে কৃষকের নিকট থেকে প্রতি কেজি ধান ২৬ টাকা দরে ক্রয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকাল ১১টায় উপজেলা প্রশাসন, উপজেলা কৃষি বিভাগ ও উপজেলা খাদ্য বিভাগের যৌথ আয়োজনে ধান ক্রয়ের আনুষ্ঠানিক উদ্বোধন হয়। অনুষ্ঠান উদ্বোধন করেন জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমদ।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌরীন করিম, ১৭ পরগনা সালিশ সমন্বয় কমিটির সভাপতি আবু জাফর আবুল মৌলা চৌধুরী, উপজেলা সমাজসেবা অফিসার এ.কে. আজাদ ভূঁইয়া, উপজেলা কৃষি অফিসার ফারুক হোসাইন, জৈন্তাপুর খাদ্য নিয়ন্ত্রক সিরাজদ্দৌলা, উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্তর কর্মকর্তা রফিকুল ইসলাম, জৈন্তাপুর প্রেসক্লাবের সহসভাপতি আব্দুল হালিম, সাধারণ সম্পাদক গোলাম সরওয়ার বেলাল প্রমুখ।

এ বছর চলতি আমন মৌসুমে জৈন্তাপুর উপজেলার ৬টি ইউনিয়ন থেকে সরকারী ভাবে ধান ক্রয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১৮শ ১৯ মেট্রিক টন।

আপনার মন্তব্য

আলোচিত