সুনামগঞ্জ প্রতিনিধি

২২ সেপ্টেম্বর, ২০১৫ ১৭:১১

সুনামগঞ্জে কমিউনিটি ক্লিনিকে চাকুরি জাতীয় করনের দাবিতে দুইঘন্টা কর্মবিরতী পালন

সুনামগঞ্জে কমিউনিটি ক্লিনিকে কর্মরত সিএইচসিপি সদস্যরা ট্রাষ্ট আইন (২২) বাতিল ও চাকুরি জাতীয় করনের দাবিতে দুইঘন্টা কর্মবিরতী পালন করেন। মঙ্গলবার সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত টানা দুই ঘন্টা এই কর্মবিরতী পালিত হয়।
জেলায় কর্মরত সিএইচসিপি সদ্যরা জানান, সারা দেশে ১৩হাজার ৬শ ৮১জন সদস্য এক সাথে মঙ্গলবার দুই ঘন্টা কর্মরিতী পালন করেন। এর সাথে একাত্বতা জানিয়ে সুনামগঞ্জেও এই কর্মসূচি পালিত হয়। জেলায় ২৬০টি কমিউনিটি ক্লিনিক রয়েছে এতে ২৪৪ জন সিএইচসিপি বছরে প্রায় ৮লাখ মানুষকে সেবা দেন। তবে মঙ্গলবার দুই ঘন্টার কর্মবিরতীর কারনে কিছুটা কষ্ট হলেও সাধারন মানুষ মানবিক দিক বিচার করে তাদেও প্রতি সমর্থন থাকার কথা জানিয়েছেন। সদর উপজেলার মাইজবাড়ি ক্লিনিকে সেবা নিতে আসা আসমা বেগম জানান তারা আমারারে সেবা দেইন তারা না থাকলে আমরা বিপদে আপদে কষ্টত পড়িযাইমু।
বেলাবর হাটি কমিউনিটি ক্লিনিকে কর্মরত সিএইচসিপি তানজিল মিয়া ও মাইজবাড়ি ক্লিনিকের মাহবুব আলম জানান, দেশের সব সিএইচসিপি সদস্যরা এক সাথে দুই ঘন্টা কর্মবিরতী পালন করি। আমাদের চাকুরী জাতীয়করন এবং ট্রাষ্ট আইন বতিলের দাবিতে আমরা কর্মবিরতি পালন করেছি।

আপনার মন্তব্য

আলোচিত