পাবনা প্রতিনিধি

২১ জুন, ২০১৬ ০০:৩৬

কেরাম খেলা নিয়ে তুমুল সংঘর্ষ

পাবনার আটঘরিয়ায় কেরাম খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ, বাড়ি-ঘর ভাংচুর লুটপাটের ঘটনা ঘটেছে। সংঘর্ষে উভয় পক্ষের কমপক্ষে ১৫ জন আহত হয়েছে। আহতদের আটঘরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

রবিবার পাবনার আটঘরিয়া উপজেলার মাজপাড়া ইউনিয়নের পাড়াসিধাই দিয়ারপাড়া গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, রোববার রাতে কেরাম খেলা নিয়ে সোবহান শেখ ও আনসার আলীর ছেলেদের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ বেধে গেলে উভয় পক্ষের লোকজন লাঠিসোটা ও ধারালো অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষ লিপ্ত হয়।
এ সময় সোবাহান শেখের তিনটি বসতঘর, আকবর শেখের দু’টি, মোকছেদ আলীর ৫টি বসতঘর ভাংচুর করে লুটপাট করে প্রতিপক্ষরা। মারপিটে উভয় পক্ষের ১৫ জন আহত হয়।

 আহতদের মধ্যে রবিউল, দুলাল, মজিদুল, সিরাজুল, আকবর আলী, মহিদুল. হালিমা খাতুনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

খবর পেয়ে সোমবার  সকালে আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফারুক হোসেন ও চাঁদভা ইউনিয়ন পরিষদের নবাগত চেয়ারম্যান কামাল হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন ।

আপনার মন্তব্য

আলোচিত